১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পুলিশ-সাংবাদিকের ওপর হামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠু গ্রেফতার - ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে পুলিশ ও সাংবাদিকের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুর মামলার প্রধান আসামি হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠুকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাজিব খান বলেন, শনিবার (১১ মে) সন্ধ্যায় রাজধানী ঢাকার শাজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে গজারিয়া থানায় নিয়ে আসা হচ্ছে। বিস্তারিত পরে জানাতে পারবো।

বিষয়টি নিয়ে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন, দু’টি মামলারই এক নম্বর আসামি ইউপি চেয়ারম্যান মিঠুকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের আটকে আমাদের চেষ্টায় অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

এদিকে ইউপি চেয়ারম্যান মিঠুর নেতৃত্বে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় শনিবার সকালে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। মানববন্ধন থেকে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠুকে গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন জেলায় কর্মরত সাংবাদিকরা।

উল্লেখ্য,গত বুধবার (০৮ মে) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অনুষ্ঠিত হয় নির্বাচন। নির্বাচন আনারস প্রতীকের প্রার্থী আমিরুল ইসলামের সমর্থক হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠুর নেতৃত্বে দুই দফা পুলিশের ওপর হামলা ও একটি গাড়ি ভাঙচুর করা হয়। এদিকে পুলিশকে মারধরের ছবি তুলতে যাওয়ায় মিঠুর সমর্থকদের হামলার শিকার হন দৈনিক মানবজমিনের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি গুলজার হোসেন। এ ঘটনায় পুলিশ ও আহত সাংবাদিক গুলজার হোসেন ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠুকে প্রধান আসামি করে গজারিয়া থানায় পৃথক দু’টি মামলা দায়ের করে।


আরো সংবাদ



premium cement