২৭ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্রী মেঘলার, সন্দেহের তীর প্রতিবেশী জাহাবীর দিকে
- কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
- ১১ মে ২০২৪, ১৪:২৩
কিশোরগঞ্জের কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া সপ্তম শ্রেণির ছাত্রী মেঘলা আক্তার (১৩) নানার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার ২৭দিন পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি আজও।
মেঘলা আক্তার কুলিয়ারচর পৌর এলাকার তাঁতারকান্দি গ্রামের কবির মিয়ার মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে পাশের আশ্রবপুর নানার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফিরে না আসলে খোঁজাখুজি শুরু করে স্বজনরা। একপর্যায়ে ওইদিন কুলিয়ারচর থানায় একটি সাধারণ ডায়েরি করেন স্কুল ছাত্রীর মা শাহিনুর বেগম।
মেয়ের শোকে কাতর স্কুলছাত্রীর মা শাহিনুর বেগম বলেন, ‘মেয়েটি গায়ে গতরে বড় হলেও তার বয়স এখন মাত্র ১৩ বছর। পাশের বাড়ির মরহুম মো: এনাম মিয়া ও ওমান প্রবাসী স্বপ্না বেগমের বখাটে ছেলে জাহাবী তার মেয়েকে বিভিন্ন সময় উত্যক্ত করে আসছিলো এবং বিভিন্ন সময় লোকজন দিয়ে মেয়েকে বিয়ে করার প্রস্তাবও দিয়েছিল।
তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, বাল্যবিবাহ দিতে রাজি না হওয়ায় জাহাবী ক্ষিপ্ত হয়ে লোকজন নিয়ে মেঘলাকে ফুসলিয়ে অথবা কৌশলে অপহরণ করে নিয়ে যেতে পারে। কেননা মেঘলা নিখোঁজের সময় থেকে জাহাবীও বাড়িতে নেই।
শাহিনুর বেগম আরো বলেন, কুলিয়ারচর থানায় সাধারণ ডায়েরি করার পর ২৭ দিন পেরিয়ে গেলেও পুলিশ তার মেয়েকে উদ্ধার করতে না পারায় আতঙ্কে দিনাতিপাত করছে তারা।
স্কুলছাত্রীর মা শাহিনুর বেগম দাবি করেন, আইনশৃঙ্খলা বাহিনী আরো আন্তরিক হলে মেয়েকে পাওয়া সম্ভব।
এ দিকে বিভিন্ন জায়গায় মেয়ের খোঁজে পাগল পাগল হয়ে ঘুরছে সহজ সরল বাবা কবির মিয়া।
স্কুল ছাত্রীর মা শাহিনুর বেগম বলেন, কেউ যদি তার মেয়ে মেঘলা আক্তারের সন্ধান দিতে পারে তাহলে তাকে ১০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে। কোনো স্ব-হৃদয়বান ব্যক্তি মেঘলা আক্তারের সন্ধান পেলে ০১৭৩৪-৪৮৮১৫৫ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন তিনি।
অন্যদিকে অভিযুক্ত জাহাবীকে তার বাড়িতে খুঁজে না পাওয়ায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে সাধারণ ডায়েরির তদন্তকারী কর্মকর্তা কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মাহবুবুর রহমান বলেন, ওই স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টায় অভিযুক্ত জাহাবীকে খুঁজে না পেয়ে তার আত্মীয় স্বজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টাসহ অভিযুক্ত জাহাবীকে খোঁজ করা হচ্ছে। তবে তারা কেউ মোবাইল ফোন ব্যবহার না করায় কোন মোবাইল নম্বর ট্রাকিং করা সম্ভব হচ্ছে না।
স্কুলছাত্রীকে উদ্ধারের পর আসল ঘটনা উদঘাটন করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।