মুন্সীগঞ্জ কারখানার ভেতরই নিরাপত্তাকর্মীর গলাকাটা লাশ উদ্ধার
- মুন্সীগঞ্জ প্রতিনিধি
- ১১ মে ২০২৪, ০৯:২৪, আপডেট: ১১ মে ২০২৪, ০৯:২৭
মুন্সীগঞ্জর শ্রীনগর স্টিল কারখানায় কর্মরত নিরাপত্তাকর্মীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের সুরুদিয়া গ্রামের লিজন্ড স্টিল অ্যান্ড রি-রালিং কারখানার ভেতর থেকে আব্দুল কুদ্দুসর (৫৫) এর লাশ উদ্ধার করছ পুলিশ।
নিহত আব্দুল কুদ্দুস বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবৎ ওই কারখানায় কর্মরত ছিলন।
পুলিশ সূত্র জানায়, গামছা দিয়ে হাত-পা বাঁধার পর গলাকেটে হত্যা করা হয়েছে তাকে।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তাফায়ল হাসন সরকার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানাে হয়েছে। স্পষ্টত বােঝা যাচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনা উদঘাটনে পুলিশ কাজ করছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা