কালীগঞ্জে আম পাড়তে গিয়ে কিশোরের মৃত্যু
- মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর থেকে
- ১০ মে ২০২৪, ২২:০০
গাজীপুরের কালীগঞ্জে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে মোক্তারপুর ইউনিয়নের একুতা গ্রামের মুসলেহউদ্দিন মাস্টারের বাড়িতে ঘটনাটি ঘটেছে।
নিহত ইমরান (১৭) স্থানীয় ফেলাল উদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানায়, শুক্রবার দুপুরে আমভর্তা খাওয়ার জন্য গাছ থেকে আম পাড়তে ইমরানকে বলেন প্রতিবেশী মুসলেউদ্দিন মাস্টারের পরিবারের লোকজন। পরে ইমরান গাছে উঠে আম পাড়ার সময় পা পিছলে নিচে পড়ে গিয়ে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ইমরানের মৃত্যু হয়। নিহত ইমরান মৃগী রোগী ছিল।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মাহাতাব উদ্দিন বলেন, আমগাছ থেকে পড়ে এক কিশেরের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা