১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মাধবদীতে বজ্রপাতে ২ জনের মৃত্যু, শিশুসহ আহত ৩

মাধবদীতে বজ্রপাতে ২ জনের মৃত্যু, শিশুসহ আহত ৩ - ছবি : নয়া দিগন্ত

নরসিংদীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক ছাত্র ও এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যায় সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়ার চাকশাল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন সুনামগঞ্জের মধ্যনগরের বিশরান্দা এলাকার আমির হোসেনের ছেলে কবির মিয়া (৩৫) এবং নরসিংদী সদর উপজেলার চাকশাল এলাকার তাহের আলীর ছেলে ১০ম শ্রেণির ছাত্র বিজয় (১৬)।

এ সময় সিরাজ মিয়া, সৌরভ আহমেদ ও সজল মিয়াসহ তিনজন আহত হন।

মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) কারুজ্জান ও পাঁচদোনা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালে চিকিৎসাধীন সিরাজ মিয়া জানান, ধান কেটে বোঝা বহন করার সময় বৃষ্টিপাত শুরু হয়। ফলে একটি গাছের নিচে আশ্রয় নেয় ধানকাট শ্রমিকসহ কয়েকজন। এ সময় বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই কবির মিয়ার মৃত্যু হয়। স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে এলে ভাটপাড়া হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র বিজয় মিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।


আরো সংবাদ



premium cement