১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পাকুন্দিয়ায় ভোট পুনঃগণনার দাবি এক চেয়ারম্যান প্রার্থীর

পাকুন্দিয়ায় ভোট পুনঃগণনার দাবি এক চেয়ারম্যান প্রার্থীর - ছবি : নয়া দিগন্ত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটের ফলাফলে কারচুপির অভিযোগে ফল প্রত্যাখ্যান করে পুনঃগণনার দাবি জানিয়েছেন পরাজিত মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো: রফিকুল ইসলাম রেনু।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে উপজেলা সদর ঈদগাহে এক সংবাদ সম্মেলন করে এ দাবি জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম রেনু বলেন, ৮ মে বুধবার অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আমার মোটরসাইকেল প্রতীক বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এমদাদুল হক জুটন (আনারস) নির্বাচনি কর্মকর্তাদের অর্থের বিনিময়ে ম্যানেজ করে আমার মোটরসাইকেল প্রতীকের বিজয়কে ছিনিয়ে নিয়েছেন। আমাকে মাত্র ৯৪৭ ভোটে পরাজিত দেখানো হয়েছে।
তিনি বলেন, নির্বাচনের দিন দুপুরের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এমদাদুল হক জুটন তার নিজ এলাকার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের বিশুহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, কলাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও চকদিগা ইসলামিয়া দাখিল মাদরাসা কেন্দ্র থেকে আমার এজেন্টদের মারধর করে বের করে দেয়। পরে তারা জাল ভোট প্রয়োগ করে। এসব কেন্দ্রে শতকরা ৭০ ভাগ ভোট কাস্ট দেখানো হয়েছে। বিষয়টি আমি মুঠোফোনে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে একাধিকবার জানালেও তিনি এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি।

তিনি অভিযোগ করে বলেন, সন্ধ্যায় ভোটের ফলাফল ঘোষণার সময় সুকৌশলে আমার ভোট কম দেখিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এমদাদুল হক জুটনকে ৯৪৭ ভোটে জয়ী ঘোষণা করা হয়। ভোট পুনঃগণনা করলে আমি অবশ্যই জয়ী হব। তিনি আরো বলেন, ভাইস চেয়ারম্যানদের মোট প্রাপ্ত ভোটের সংখ্যা হলো ৭৫ হাজার ৪১৬ ভোট। অপরদিকে চেয়ারম্যানদের মোট প্রাপ্ত ভোটের সংখ্যা দেখানো হয়েছে ৭০ হাজার ৩৩৪ ভোট। এই পাঁচ হাজার ৮২ ভোট কম দেখিয়ে আমাকে পরাজিত করা হয়েছে। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের ভোটের যোগ ফলে ব্যাপক গড়মিল রয়েছে।

তিনি প্রশ্ন করে বলেন, এই অতিরিক্ত ভোটগুলো গেল কোথায় আমি এর জবাব চাই। আমি এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ সময় আগামী দুই দিনের মধ্যে ভোট পুনঃগণনা করে ফলাফল ঘোষণা না করলে তার কর্মী-সমর্থকদের সাথে নিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া পৌরসভার মেয়র মো: নজরুল ইসলাম আকন্দ, আওয়ামী লীগ নেতা দুলাল মিয়া, রিয়াজ উদ্দীন, কাজল মিয়া, জানু মিয়া ও লাল মিয়াসহ শতাধীক নির্বাচনী কর্মী-সমর্থক।

এ বিষয়ে জানতে সহকারি রিটার্নিং অফিসার ও পাকুন্দিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদের মোবাইলে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত বুধবার (৮ মে) পাকুন্দিয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে এমদাদুল হক জুটন (আনারস) ২৮ হাজার ৭৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: রফিকুল ইসলাম রেনু (মোটর সাইকেল) ২৭ হাজার ৭৯১ ভোট পান। পরে উপজেলা সহকারী রিটার্নিং অফিসার এমদাদুল হক জুটনকে ৯৪৭ ভোটে বিজয়ী ঘোষণা করেন।


আরো সংবাদ



premium cement
মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার শ্রমিকদের অবহেলিত রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : সেলিম উদ্দিন মহাদেবপুরে যুবকের লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠকসহ ৩ নেতাকে মারধর সিরিয়ায় ইসরাইলের অবৈধ আগ্রাসনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ১২ বছর পর দামেস্কে আবার কার্যক্রম শুরু করল তুর্কি দূতাবাস দেশের মানুষকে নিরাপত্তা দেয়ার জন্য আমরাই যথেষ্ট : আসাদুজ্জামান রিপন জনগণের অধিকার রক্ষায় বিএনপি ঐক্যবদ্ধ : খন্দকার মুক্তাদির সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সাকিবের বোলিং ফেনীতে গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় আর্থিক সহায়তা বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত

সকল