১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজীপুরে কলেজছাত্র খুনের ঘটনায় মূল হোতাসহ গ্রেফতার ২

গাজীপুরে কলেজছাত্র খুনের ঘটনায় মূল হোতাসহ গ্রেফতার ২ - ছবি : নয়া দিগন্ত

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র খুনের ঘটনায় মূল হোতাসহ হত্যার সাথে জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৮ মে) গাজীপুর মেট্রোপলিটন সদর দফতরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলো স্থানীয় আমজাদ হোসেনের ছেলে সুমন (২০) এবং চান্দুনা পূর্বপাড়ার শ্যামল চৌধুরীর ছেলে অংকন চৌধুরী শিখর (১৮)।

জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) আবু তোরাব মো: শামছুর রহমান জানান, গত ৪ মে বেলা সাড়ে ১১টার দিকে এক্তার আলীর দুই ছেলে আল আমিন ওরফে আশিক (১৯), আতিকুর রহমান আতিক (১৪) ও ভাগ্নে শাকিলসহ তার বন্ধু মমিনুল ঘোরাফেরা ও ছবি তোলার জন্য মহানগরের সিড সার্টিফিকেশন এজেন্সি এলাকায় যায়। এ সময় তারা ইক্ষু গবেষণাগামী মাটির রাস্তায় (ভুট্টা ক্ষেত সংলগ্ন) আম গাছের নিচে ছবি তুলতে গেলে অজ্ঞাতনামা পাঁচজন কিশোর বয়সী ছেলে আকস্মিক এসে আল আমিন ওরফে আশিককে কিল, ঘুষি মেরে তার সঙ্গীয় শাকিলের নিকট হতে একটি মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেয়। পরে ভিকটিমের মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নিতে গেলে সে বাধা দেয়। পরে তাদের মধ্যে একজন আশিকের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় দ্রুত তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে সে মারা যায়। এ ঘটনায় মৃত আশিকের বাবা মো: এক্তার আলী সদর থানায় মামলা করেন। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করা হয় এবং মঙ্গলবার বাসন থানাধীন যোগীতলা এলকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো: রাফিউল করিম জানান, গ্রেফতাররা ওই ঘটনায় সরাসরি জড়িত মর্মে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল