০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

সাভারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সাভারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত - প্রতীকী ছবি

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার বিকেলে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মারা যান।

নিহতের নাম নাহিদ মাহমুদ (২১)। তিনি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার জামির্তা এলাকার মোহসীন আলীর ছেলে।

হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেন দিয়ে নাহিদ মাহমুদ সাভার থেকে মানিকগঞ্জ যাচ্ছিল। এ সময় পুলিশ টাউনের সামনে গেলে অজ্ঞাত পরিবহন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন পুলিশ।

সাভার হাইওয়ে থানার ডিউটি অফিসার (এসআই) আব্দুল খালেক জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement