যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ মে ২০২৪, ০৯:৫৬, আপডেট: ০৬ মে ২০২৪, ১০:২৯
রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও পিকআপের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। তারা হলেন পিকআপ ভ্যান চালক বাবুল চিশতী (৪৫) ও কবির হোসেন (৫০)।
রোববার দিবাগত রাত পৌনে ৩টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল আউটগোয়িং ইউটার্ন পয়েন্টে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বাবুল চিশতিকে মৃত ঘোষণা করেন। এরপর ভোরে চিকিৎসাধীন অবসথায় কবির হোসেন মারা যান।
পিকআপ ভ্যানের চালক বাবুল চিশতি শরীয়তপুরের গোসাইরহাট থানার সামন্ত সাহা গ্রামের আব্দুর রশিদ আকন্দ ছেলে এবং কবির হোসেন একই জেলার ভেদরগঞ্জ থানার সিঁংঢালা গ্রামের আব্দুর রশিদ বেপারির ছেলে। বর্তমানে দু’জনই মাতুয়াইলের মৃধাবাড়ি এলাকায় ভাড়া থাকতেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা