১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

গাজীপুরে তাপদাহের কারণে সহপাঠী বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় তার এক বন্ধু আহত হয়েছে।

শনিবার (৪ মে) নিখোঁজের প্রায় চার ঘণ্টা পর নিহতের লাশ কালিয়াকৈর উপজেলার মাঝুখান এলাকার ধর্মখাঁ পুকুর থেকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিহত তানজিম ইসলাম (১৮) ঝিনাইদহ জেলা সদর থানার দৌগাছি এলাকার আক্তার হোসেনের ছেলে এবং গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকার এমইএইচ আরিফ কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক জামতলা এলাকার ভাড়া বাসায় পরিবারের সাথে থেকে স্থানীয় কলেজে লেখাপড়া করতেন তানজিম ইসলাম। তার বাবা আক্তার হোসেন স্থানীয় মন্টিম পোশাক কারখানায় চাকুরি করেন। শনিবার দুপুরে প্রচণ্ড তাপদাহের কারণে সহপাঠী পাঁচ বন্ধুর সাথে ধর্মখাঁ পুকুরে গোসল করতে যায় তানজিম। পুকুরে নেমে গোসল করার সময় পানিতে তলিয়ে নিখোঁজ হয় দুই বন্ধু তানজিম ও শরিফ। এ সময় অন্য বন্ধুরা পাড়ে উঠে চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে আসে।

তারা খোঁজাখুঁজি করে শরিফকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারলেও তানজিমের সন্ধান পায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় সন্ধান শুরু করে। একপর্যায়ে নিখোঁজের প্রায় চার ঘণ্টা পর বিকেল ৫টার দিকে তানজিমের লাশ উদ্ধার করা হয়।


আরো সংবাদ



premium cement