১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিরাজদিখানে ফের ডাকাতি, আতঙ্কিত এলাকাবাসী

সিরাজদিখানে ফের ডাকাতি, আতঙ্কিত এলাকাবাসী - ছবি : নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফের ডাকাতির ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত হয়ে পরেছে এলাকাবাসী।

শুক্রবার (৪ মে) রাত ২টার দিকে মাওয়া থেকে ভাড়া গাড়িতে করে বাড়ি ফেড়ার পথে উপজেলার রাজানগর ইউনিয়নের কান্দা এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, প্রতিবছরেই কান্দা এলাকায় শীত ও বর্ষা মৌসুমে ডাকাতির ঘটনা ঘটে। বিগত দুই-তিন বছরের এই একালায় প্রায় ডজন খানেকের ওপরে ডাকাতির ঘটনা ঘটেছে।

নিয়মিত ডাকাতির ঘটনার কারণে সিরাজদিখান থানার শেখর নগর তদন্ত কেন্দ্রের পুলিশের একটি টিম নিয়মিত কান্দা এলাকায় টহলরত অবস্থায় থাকে। এছাড়া এ পর্যন্ত ডাকাতি হওয়া মালামালের কোনোটিই উদ্ধার হয়নি এবং ডাকাতদের ধরতে পুলিশের তৎপরতা ও তেমন দেখা যায়নি।

অভিযোগ সূত্রে জানা যায়, মো: শিবলু সরদার (৩৭) শুক্রবার রাত ২টার দিকে তার বন্ধু মো: মিজানুর রহমান (৩৭), মো: আতিকুর রহমান (৩৮), মো: আলমাছ খান (৩৮), মো: নাহিদ (৩৮), মোহাম্মদ উল্লাহ (৩৭), মো: শহিদুল (৩৭), মো: আল আমিন (৩৫) ও মো: কাসেম (৩৮) মিলে মাওয়া থেকে রাতের খাবার খেয়ে একটি হাইয়েজ গাড়ি নিয়া বাড়ির উদ্দেশে রওনা হন। গাড়িটি রাজানগর ইউনিয়নের কান্দা এলাকায় পৌঁছালে সড়কের ওপর গাছ ফেলে বেরিকেট দিয়ে গাড়িটির গতিরোধ করে ডাকাত দল।

এ সময় ডাকাতদের ১৪-১৫ জনের একটি গ্রুপ গাড়ির সামনে রাম দা, লোহার রড, কাঠের ডাসা দিয়ে কুপিয়ে গাড়ির জানালা ভাঙচুর করে। পরবর্তীতে গাড়ি থেকে সবাইকে নামিয়ে কিল ঘুষি লাথি মারে ও ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে ১০টি মোবাইলসহ প্রায় পাঁচ লাখ টাকা ডাকাতি করে নিয়ে যায়।

শেখর নগর তদন্ত কেন্দ্রের আইসি নাসির উদ্দিন জানান, ডাকাতির ঘটনার বিষয়টি জানতে পেরে সকাল বেলা সেখানে অফিসার পাঠিয়েছি। এ বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
সিরিয়ার নতুন সরকারের সাথে যোগাযোগ রাশিয়ার সিরিয়ার নতুন শাসকদের প্রতি হিজবুল্লাহপ্রধানের আহ্বান ইসরাইলের সাথে সঙ্ঘাতে আগ্রহী নন সিরিয়ার নতুন নেতা সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা ভারতসহ সাত ‘অসহযোগী’ দেশের তালিকা ঘোষণা যুক্তরাষ্ট্রের

সকল