০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

সিরাজদিখানে শিশু অপহরণ, থানায় অভিযোগ

সুমন আলী - ছবি : নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বখাটের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১৩ বছর বয়সি এক অষ্টম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২ মে) ওই ছাত্রীর বাবা সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বালুচর ইউনিয়নের চর বয়রাগাদি গ্রামের সুমন আলীর ১৩ বছর বয়সী মেয়েকে একই ইউনিয়নের চৌদ্দঘর গ্রামের হানিফার ছেলে তুহিন (১৯) তার সাথে অবৈধ প্রেমের সম্পর্ক করতে বলে। সেই মেয়ে তুহিনের প্রস্তাবে রাজী না হওয়ায় দীর্ঘদিন ধরে ক্ষতি করার চেষ্টা করছিল। এরই ধারাবাহিকতায় গত ৩০ এপ্রিল সকাল ৯টার দিকে তুহিনসহ আরো দু’জন মিলে সুমাইয়াকে অপহরণ করে নিয়ে যায়।

অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই ইকবাল বলেন, অভিযোগ পাওয়ার পর থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে। অপহরণকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement