কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
- কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা
- ০২ মে ২০২৪, ১৫:৩০
নীলফামারীর কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পোশো বালা (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত পোশো বালা কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কেশবা জুগিপাড়া গ্রামের পরলোকগত শুরেন চন্দ্র রায়ের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান নিহত বৃদ্ধা বেলা ১০টার দিকে গাছের ডাল কুড়িয়ে ব্র্যাক অফিসের সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল দ্রুত গতিতে এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুত্ব আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত্ব চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র মন্ডল ঘটনা স্বীকার করে বলেন, মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।