০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ১৪ ডাকাত সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ১৪ ডাকাত সদস্য গ্রেফতার - ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থেকে গত ২৪ ঘণ্টায় ডাকাতির প্রস্তুতিকালে ১৪ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জ থানার ৪ নম্বর ওয়ার্ড আটিগ্রামস্থ নদীর পাড়ে বন্ধ মনোয়ার জুট মিলের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু বকর সিদ্দিক।

জানা যায়, ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার একটি টিম পরিচালিত এক অভিযানে ডাকাত চক্রের নয় সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের সাথে থাকা দেশীয় অস্ত্র কাটার, সুইস গিয়ার, চাপাতি, চাকু, সুতা লোহার রড ও লাঠি উদ্ধার করা হয়।

আটকরা হলো সাখাওয়াত হোসেন শওকত (৪২), মো: মাসুম (৩৫), মো: মাসুম ভুইয়া (মাছি) (৩৫), মো: সুজন, মো: রিদয় (২১), ফরহাদ (২০), সুমন (১৮), মোহাম্মদ সাইফুল (২৫) ও মোহাম্মদ অহিদ (৩৫)।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর জানান, একটি ডাকাত চক্রের ডাকাতির প্রস্তুতি নেয়ার খবরে আমরা অভিযান পরিচালনা করি। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ঘটনাস্থল থেকে অভিযুক্তদের হাতেনাতে আটক করা হয়। আটক নয়জন ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন আছে রয়েছে বলে জানান তিনি।

ফতুল্লায় ডাকাতির সরঞ্জামসহ ৫ জন গ্রেফতার
ফতুল্লার দাপাইদ্রাকপুর থেকে ডাকাতির প্রস্ততিকালে মুখোশ,ধারালো অস্ত্র ও রশিসহ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম নারায়নগঞ্জ জেলা শাখা।

স্থানীয় নির্ভরযোগ্য একাধিক সূত্র মতে, গ্রেফতারকৃত সকলেই নাঈম গ্রুপের সদস্য।

গ্রেফতাররা হলো ফতুল্লা মডেল থানার পাগলা (মেলেটারির বাড়ির ভারাটিয়া) শানু হাওলাদারের ছেলে জনি (২২), পাগলা পূর্ব পাড়ার মোজাফ্ফরের বাড়ির ভাড়াটিয়া শাহ আলমের ছেলে মো: আল মামুন (২৭), পাগলা বৈরাগি বাড়ির কুদ্দুস মিয়ার ছেলে মো: মিন্টু (২২), পাগলা মুসলিম পাড়ার মহর আলীর ছেলে মো: মোমেন (১৯) ও বৌ বাজারের মুখলেছের ছেলে মো: রাজিব (১৯)।

বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে ফতুল্লা থানা সীমান্তের দাপাইদ্রাকপুরস্থ এসবি ফিলিং স্টেশনের পেছনে পদ্মা সেতু রেললাইনের ওভার পাস ব্রিজের ৮৯ নম্বর পিলারের পূর্ব পার্শ্বের কাচা রাস্তায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারদের কাছ থেকে তিনটি ছুরি, দুইটি চাপাতি, একটি সাদা মোটা রশি ও পাচঁটি কালো মুখোশ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, কাউন্টার টেররিজম নারায়ণগঞ্জ জেলা শাখার উপ-পরিদর্শক মিজানুর রহমান মিজান, আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে অভিযান চালান। ফতুল্লা থানা সীমান্তের দাপাইদ্রাকপুরস্থ এসবি ফিলিং স্টেশনের পেছনে পদ্মা সেতু রেললাইনের ওভার পাস ব্রিজের ৮৯ নম্বর পিলারের পূর্ব পার্শ্বের কাচা রাস্তায় অভিযান শুরু হয়। এ সময় ডাকাতির প্রস্ততিকালে তিনটি ছুরি, দুইটি চাপাতি, একটি সাদা মোটা রশি ও পাচঁটি কালো মুখোশসহ জনি, মামুন, মিন্টু, মোমেন রাজিব নামের ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় ডাকাত দলের অজ্ঞাতনামা আরো চার-পাঁচ সদস্য।

এ বিষয়ে কাউন্টার টেররিজম নারায়নগঞ্জ জেলা শাখা শুক্রবার ফতুল্লা মডেল থানায় মামলা করেছে।


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল