১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা

- ছবি - নয়া দিগন্ত

টাঙ্গাইলের সখীপুরে ভয়াবহ তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে ও রহমতের বৃষ্টির আশায় বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মুসল্লিকে নিয়ে ইস্তেস্কার নামাজ আদায় করা হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার কচুয়া পাবলিক উচ্চবিদ্যালয় মাঠে বৃষ্টি প্রার্থনার এ বিশেষ নামাজ আদায় করা হয়।

এ নামাজের ইমাম ছিলেন টাঙ্গাইলের প্রসিদ্ধ আলেম মুফতি শামসুল আলম। তিনি নামাজ শেষে খুতবা প্রদান করে আল্লাহ তায়ালার কাছে সবার জন্য ক্ষমা চেয়ে বৃষ্টি কামনা করেন। এ সময় মুসল্লিরা অঝোরে কেঁদে আমিন আমিন রব তোলেন।

নামাজ শুরু হওয়ার আগে মুফতি শামসুল আলম নয়া দিগন্তকে বলেন, মানুষ যখন মাত্রাতিরিক্ত গুনাহে লিপ্ত হয় এবং আল্লাহর কাছে তাওবা না করে তখন অতিরিক্ত বৃষ্টি বা অতিরিক্ত অনাবৃষ্টির মত দুর্যোগ দেখা দেয়। আল্লাহ তায়ালার হুকুমেই এমন আজাব এসে থাকে।

তিনি বলেন, এ মুহূর্তে আমাদের সবার করণীয় হলো আল্লাহ তায়ালার কাছে নিজেদের কৃত সব গুনাহের জন্য ক্ষমা চেয়ে তওবা করা। তিনি যদি আমাদের ক্ষমা করে দেন তাহলে এই অনাবৃষ্টি থেকে মুক্তি পাওয়া সম্ভব।


আরো সংবাদ



premium cement