ফরিদপুরে বৃষ্টির জন্য নামাজে হাজারো মুসুল্লির কান্না
- ফরিদপুর প্রতিনিধি
- ২৫ এপ্রিল ২০২৪, ১৪:৫৯
ফরিদপুরে জেলা কওমি ওলামা পরিষদ ও ইমাম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছেন সহস্রাধিক মুসল্লি।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শহরের চাঁদমারি ঈদগাহ ময়দানে এ নামাজ আদায় করা হয়।
ইসতিসকার নামাজে ইমামতি করেন জামেয়া আরাবিয়া সামসুল উলুম মাদরাসার প্রিন্সিপাল মুফতি কামরুজ্জামান। এ সময় শহরের বিভিন্ন পাড়া মহল্লা থেকে নানা বয়সী মুসল্লিরা নামাজে অংশগ্রহন করেন।
নামাজ আদায়ের আগে সুন্নাত অনুযায়ী সমবেত মুসুল্লিগণ একনিষ্ঠ চিত্তে মহান আল্লাহর কাছে তাদের ইচ্ছা-অনিচ্ছায় করা সকল গুনাহ থেকে তওবা করেন। এরপর মোনাজাত করা হয়।
এছাড়া জেলার বোয়ালমারী উপজেলার বৃষ্টির জন্য নামাজ আদায় করা হয়েছে। বৃহস্পতিবার সূর্যোদয়ের পরে বাইতুল হামদ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে এ নামাজ আদায় করা হয়।
এ সময় গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহ, খরা ও অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে মহান আল্লাহর রহমত লাভের আশায় বিশেষ দোয়া করা হয়।