১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাজবাড়ীতে হিট স্ট্রোকে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

রাজবাড়ীতে হিট স্ট্রোকে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু -

রাজবাড়ীর গোয়ালন্দে তীব্র গরমে হিট স্ট্রোকে মো: নুর ইসলাম (৭৫) নামে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

তার বাড়ি উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে। তিনি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।

মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে প্রচণ্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে নিজ বাড়ির আঙিনায় মাটিতে লুটিয়ে পড়েন নুর ইসলাম। পরিবারের লোকজন দ্রুত তার মাথায় পানি ঢালেন। অবস্থা আরো খারাপ হলে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে চিকিৎসা শুরু করার কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. শরিফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, তীব্র গরমে হিট স্ট্রোকে নূর ইসলাম নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়াও তার ডায়াবেটিস রোগ ছিল।

গোয়ালন্দ উপ‌জেলা স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. ফার‌সিম তারান্নুম হক বলেন, বৃদ্ধ নূর ইসলাম ডায়াবে‌টিস রোগে আক্রান্ত ছি‌লেন। সকালে তাকে হাসপাতালে নিয়ে আসা হলে পরীক্ষা করে দেখা যায় তার শরীরে ডায়াবে‌টিসের মাত্রা ১৯। পরে তার রক্তের এক‌টি পরীক্ষা করে ইসি‌জি করতে নেয়ার সময় তার মৃত্যু হয়। আমরা তার প‌রিবা‌রের সাথে কথা বলে জানতে পেরেছি তি‌নি রোদে কাজ কর‌ছি‌লেন। ডায়া‌বে‌টিস ও গর‌মের কারণেই তার মৃত্যু হয়েছে।


আরো সংবাদ



premium cement