ধামরাইয়ে তাপদাহে জনজীবন কাহিল, ডায়রিয়াসহ জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষ
- ধামরাই (ঢাকা) সংবাদদাতা
- ২৩ এপ্রিল ২০২৪, ১৬:৫২
ধামরাই উপজেলায় বেশ কয়েকদিন ধরে তীব্র তাপদাহে জনজীবন কাহিল হয়ে পড়েছে। ডায়রিয়া জ্বর কাশিসহ রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।
খেটে খাওয়া মানুষ ও শ্রমজীবীরা চরম বিপাকে পড়ে অল্প পরিশ্রমে ক্লান্ত হয় স্থানীয়রা।
ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার আহামেদুল হক তিতাস জানান, তীব্র গরমের কারণে শিশু ও বয়স্করা ডায়রিয়া জ্বর কাশি সর্দি রোগে আক্রান্ত হচ্ছে। এইসব রোগের রোগীরা চিকিৎসা নিতে আসছে মেডিক্যালে। মানুষ প্রয়োজন ছাড়া ঘরে বাইরে যাচ্ছে না।
প্রচণ্ড গরমে ও তাপদাহ পরিত্রাণের জন্য মানুষ ছুটে যাচ্ছে গাছের ছায়ায়, নদীর ধারে পুকুরের ধারে। একটু স্বস্তির প্রশান্তি পাওয়ার জন্য অস্থির হচ্ছে মানুষ। গরমের সাথে লু হাওয়া বইছে। গরমের কারণে খাবারের চেয়ে পানি পান করতেই বেশি ভালো লাগছে। তাপদাহ ফলে ফসলের মাঠ পুড়ে যাবে। আম গাছে আমের গুটি ঝরে যাচ্ছে। কেহ একবার ছাড়া দুই হতে তিনবার গোসল করছ। গোসল করেও প্রশান্তি ফিরে পাচ্ছে না। গরম থাকায় কলের পানি নল দিয়ে গরম পানি বের হচ্ছে। গরমের কারণে পশুপাখি বাইরে দেখা যাচ্ছে না। তারাও এখন কাতারাচ্ছে। এছাড়া রাস্তা ঘাটে ঠাণ্ডা পানির শরবত পান করে নিবারণ করছে প্রাণ জুড়ানোর জন্য। এখন কোমল পানি ও আইসক্রিম দেদার বিক্রি হচ্ছে। আকাশে কোনো মেঘের ছায়া ও বৃষ্টি দেখা যাচ্ছে না। খাঁ খাঁ রোদে মানুষ এখন হাসঁফাসঁ হয়ে উঠছে।