ক্যাসিনো সম্রাট সেলিম প্রধানের মনোনয়নপত্র বাতিল
- নারায়ণগঞ্জ প্রতিনিধি
- ২৩ এপ্রিল ২০২৪, ১৬:৩০
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাচনে আলোচিত অনলাইন ক্যাসিনো সম্রাট সেলিম প্রধানের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
নারায়ণগঞ্জ জেলা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার কাজী মো: ইস্তাফিজুল হক আকন্দ জানান, সেলিম প্রধানের বিরুদ্ধে দুদকের এক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগের অভিযোগ করেছে অন্য প্রার্থীরা। এ বিষয়ে তার আইনজীবী সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। ফলে অভিযোগ প্রমাণিত হওয়ায় সেলিম প্রধানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
সেলিম প্রধানের আইনজীবী অ্যাডভোকেট মো: কামাল হোসেন বলেন, সকল প্রকার পেপারস দেয়ার পরও মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমরা হাইকোর্টে আপিল করবো। আশা করি, হাইকোর্টে সেলিম প্রধান মনোনয়নপত্র ফিরে পাবেন।
জানা গেছে, ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী বিমান থেকে নামিয়ে এনে সেলিম প্রধানকে আটক করেছিল র্যাব। এরপর তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে দেশী-বিদেশী মুদ্রা ও বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ করা হয়।
তখন আইন-শৃঙ্খলা বাহিনী বলেছিল, সেলিম প্রধান বাংলাদেশে অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়ার মূল হোতা। তিনি প্রচুর টাকা বিদেশে পাচার করেছেন। সেইসাথে সেলিম প্রধানের বিরুদ্ধে ঢাকার গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা হয়। এসব মামলা বিচারাধীন রয়েছে। তবে সেলিম প্রধান জামিনে রয়েছেন।
একইসাথে দুদকের এক মামলায় ২০২৩ সালের ৩০ এপ্রিল রায় দিয়েছেন আদালত। তাতে অবৈধভাবে সম্পদ অর্জন ও অর্থ পাচারের দুই ধারায় সেলিম প্রধানকে চার বছর করে কারাদণ্ড দেন আদালত। যার সাজাভোগ শেষ হয়েছে। একইসাথে এ সাজার বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেছেন, যা শুনানির অপেক্ষায় রয়েছে।
নির্বাচনের তফসিল অনুযায়ী ২ মে প্রতীক বরাদ্দ ও ২১ মে রূপগঞ্জ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।