ফরিদপুরে মাইক্রোবাসের ধাক্কায় রিকশাচালক নিহত
- ফরিদপুর প্রতিনিধি
- ২৩ এপ্রিল ২০২৪, ১১:০৫
ফরিদপুর-বরিশাল মহাসড়কের জোয়াইরের মোড় নামকস্থানে মাইক্রোবাসের ধাক্কায় জহিরুল মল্লিক (৩০) নামে এক রিকশাচালক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
জানা গেছে, নিহত জহিরুল মল্লিক একজন গোশত ব্যবসায়ী। সকালে বাড়ি থেকে বেরিয়ে রিকশা নিয়ে গোশত আনতে তালমা বাজারে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। জহিরুল সদর উপজেলার গেরদা ইউনিয়নের পশরা এলাকার মৃত তোফাজউদ্দিন মল্লিক ওরফে তোফা ফকিরের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, মাইক্রোবাসের চাপায় রিকশাচালক জহিরুল মল্লিক আহত অবস্থায় ঘটনাস্থলে পড়ে ছিল। হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে বিএসএমএমসি হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। পরে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি বলেন, তার লাশ ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে বলেও তিনি জানান।