১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজীপুরে বনাঞ্চল জবরদখলকারীদের উচ্ছেদের দাবিতে মানববন্ধন

গাজীপুরে বনাঞ্চল জবরদখলকারীদের উচ্ছেদের দাবিতে মানববন্ধন - ছবি : নয়া দিগন্ত

বন ও জলবায়ূ রক্ষায় গাজীপুরের বনাঞ্চল অবৈধ দখলদারমুক্ত করতে উচ্চ আদালতের নির্দেশ অবিলম্বে বাস্তবায়ন ও অবৈধ করাতকল ১৫ দিনের মধ্যে বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে।

রোববার সকালে গাজীপুর পরিবেশ আন্দোলন (গাপা) ঢাকা বনবিভাগের অধিনস্থ রাজেন্দ্রপুর রেঞ্জ কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করে।

গাজীপুর পরিবেশ আন্দোলনের সভাপতি ফেডরিক মুকুল বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোছাদ্দেকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সবুজ আহমেদ, এনামুল হক, এস এম কামাল প্রমুখ। এতে সংগঠনের কর্মীরা ছাড়াও স্থানীয় আইনজীবী, সাংবাদিক, রাজনৈতিক নেতারা, বিভিন্ন সামাজিক সংগঠন ও এলাকাবাসী বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেয়।


মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুরের সরকারী বনাঞ্চল একশ্রেণীর বনদস্যূ দখল করে অবৈধভাবে নানা স্থাপনা, কলকারখানা গড়ে তুলছে। এতে একদিকে বনভূমি উজার হচ্ছে, অন্যদিকে প্রাকৃতিক পরিবেশ ও জলবায়ূর উপর বিরূপ প্রভাব পড়ছে। এ দখলকার্যে বনবিভাগের এক শ্রেণির অসাধু কর্মকর্তা ও কর্মচারীরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করছে। এছাড়া সংরক্ষিত বনাঞ্চলের আশেপাশে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ করাতকল। এসব করাতকলে বনের গাছ চেরাই করে কাঠ পাচার করা হয় ।

বক্তারা জানান, দখলকৃত বনভূমি দখলমুক্ত ও অবৈধ করাতকল উচ্ছেদের দাবিতে সম্প্রতি গাজীপুর পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান উচ্চ আদালতে একটি রিট আবেদন দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রনালয়সহ সংশ্লিষ্টদের প্রতি জবরদখল উচ্ছেদে রুলনিশি জারিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

বক্তারা আরো বলেন, গাজীপুর জেলায় জবরদখলকারীরা বন অধিদফতরের ঢাকা বনবিভাগ ও বন্যপ্রাণী বিভাগের নিয়ন্ত্রনাধীন ৬ হাজার ৮৬ দশমিক ৮৪ একর সংরক্ষিত বনভূমি ইতোমধ্যে দখল করে উজার করেছে। দখলকৃত এসব জায়গায় কলকারখানা, দোকানপাট, কটেজ, রিসোর্ট, ঘরবাড়িসহ নানা স্থাপনা নির্মাণ করেছে। বনবিভাগ ৬৭ দফায় মোট ৬ হাজার ১২৮ দশমিক ১৯ একর সংরক্ষিত বনভূমি উদ্ধারের লক্ষ্যে জেলা প্রশাসনে উচ্ছেদ প্রস্তাব প্রেরণ করলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা তারা নেয়নি। ফলে জবরদখলকারীরা প্রতিনিয়ত বন উজার বৃদ্ধি করছে। এতে গাজীপুরের ঐতিহ্যবাহী বনাঞ্চল উজার, জীববৈচিত্র বিলীন হচ্ছে, পাশাপাশি জীবন সঙ্কটে রয়েছে উদ্ভিদ, প্রাণী ও অনুজীব জগত। এছাড়াও নষ্ট হচ্ছে এ অঞ্চলের পরিবেশের ভারসাম্য, ঘটছে জলবায়ূর পরিবর্তন। তাই বনভূমি রক্ষায় হাইকোর্টের নির্দেশনা অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান বক্তারা।


আরো সংবাদ



premium cement
হামাসের সাথে চুক্তি চায় ৭২ শতাংশ ইসরাইলি গাজার উত্তরের সর্বশেষ অর্থোপেডিক সার্জন নিহত মালয়েশিয়ায় বাধ্য শ্রমের অভিযোগ : মামলার অনুমতি পেল বাংলাদেশী শ্রমিকরা বিজয় দিবসে নিরাপত্তা ঝুঁকি নেই : ঢাকা রেঞ্জ ডিআইজি ইসলামি শ্রমনীতি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে : মুহাম্মদ শাহাজাহান অভিবাসী ফেরত না নিলে সম্পর্ক ছিন্ন করার হুমকি ট্রাম্পের খুলনা রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠল ‘শেখ হাসিনা আবার আসবে’ ঘূর্ণিঝড় চিডোর কারণে ফ্রান্সের মায়োটে সর্বোচ্চ সতর্কতা জারি ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা মুক্তিযোদ্ধা দলের মহাসমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা বিপাকে

সকল