১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আড়াইহাজারে গৃহবধূর লাশ উদ্ধার

- ছবি : ফাইল

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোসা: মহিতুন বেগম (৪০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা দক্ষিণপাড়া এলাকায় বাড়ির পাশের বেলগাছের ডালের সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, মহিতুন ওই গ্রামের শারবিন মিয়ার স্ত্রী।

এ ব্যাপারে তার (মহিতুন) ছেলে মহিউদ্দিন আড়াইহাজার থানায় একটি আনইউজুয়াল ডেথ (ইউডি) মামলা দায়ের করেন।

মামলার বিবরণীতে তিনি উল্লেখ করেন, ‘বুধবার দিবাগত রাতে তার মা মহিতুন পরিবারের সবাইকে ঘুমন্ত অবস্থায় রেখে ঘর থেকে বের হয়ে যান। পরে বৃহস্পতিবার ভোরে তাকে ঘরে দেখতে না পেয়ে খুঁজতে গিয়ে পাশের বাড়ির সামছুউদ্দিনের বাড়ি সংলগ্ন বেল গাছের ডালের সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, ‘লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে। প্রাথমিকভাবে মনে হয়েছে তিনি আত্মহত্যা করেছ।’


আরো সংবাদ



premium cement

সকল