০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

সাভারে দর্জির দোকানে এসি বিস্ফোরণ, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৩

সাভারে দর্জির দোকানে এসি বিস্ফোরণ, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৩ - ছবি : সংগৃহীত

সাভার পৌর এলাকার গেন্ডা বাসস্ট্যান্ড-সংলগ্ন তারা মিয়া সড়কে একটি দর্জির দোকানে এসি বিস্ফোরণ হয়েছে। দোকানের কাঁচ (থাই গ্লাস) ভেঙে সড়কে পড়েছে। এ সময় তিনজন দগ্ধসহ আহত হয়েছে অন্তত ১০ জন।

দগ্ধ তিনজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং বাকিদের সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকালে সাভার ফায়ার সার্ভিস ঘটনার সত্যতা নিশ্চিত করে। এর আগে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সাভার পৌর এলাকার গেন্ডা বাসন্ট্যান্ড-সংলগ্ন তারা মিয়া সড়কে বাহার সুপার মার্কেটে টিনসেট ২ নম্বর দোকানের আদ্রিতা ফেব্রিক্স নামের একটি টেইলার্সে বিকট শব্দে এসি বিস্ফোরণ ঘটে। ওই সময় দোকানের ভেতর থাকা মালিক ইউসুফ আলী খান (৪৫), তার বন্ধু নাহিদ হাসান (৪২) ও কাস্টমার আনসার আলী (৫০) দগ্ধসহ ১০ জন আহত হয়। তাদের প্রথমে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ও পরে গুরুতর দগ্ধ ইউসুফ, নাহিদ হাসান ও আনসার আলীকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

অন্য আহতরা হলেন সাইদুর ইসলাম (৩০), বাবু মিয়া (২৪), হাসান নাহিদ (৪৮), আজাদ (৫০) ও বাবুল (৪৬), মালিহা খান (২৬), অনিক হাসান (৩২)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাভারের দ্বীপ ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের অনেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে।

সাভার ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মেহেরুল ইসলাম নয়া দিগন্তকে জানান, দোকানটিতে ব্যবহৃত এসি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় পাশের টিনশেড দোকানের ওপরে অ্যাঙ্গেল উড়ে যায়। এতে বেশ কয়েকজন দগ্ধ ও আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ও সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করেন। আমরা খবর একটু দেরিতে পেয়েছি।’


আরো সংবাদ



premium cement
তিন জেলা জজকে বদলি ‘প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত হতে হবে’ খাল ভরাট না করেই পূর্বাচলে হবে পাতাল মেট্রোরেলের কন্সট্রাকশন ইয়ার্ড ঝালকাঠি জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি সায়েম ও সম্পাদক এনামুল ছাত্রশিবিরকে জড়িয়ে ছাত্রদলকর্মীর উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ সিরাজদিখানে মোটরসাইকেল-ইজিবাইকের সংঘর্ষে নিহত ১ গাজীপুরে গণতন্ত্র মঞ্চের কার্যালয় ভাংচুরের অভিযোগের প্রতিবাদ বিএনপির বাটা নিয়ে এল ভার্চুয়াল স্নিকার ট্রাই-অন সুবিধা সিদ্ধিরগঞ্জে শেখ রেহানা-জয়-পুতুলের বিরুদ্ধে মামলা পূর্ব সুন্দরবনের শেলারচরে শীতে জেলের মৃত্যু সাবেক প্রতিমন্ত্রী শরীফ ও বক্ষব্যাধির কর্মকর্তা সাজ্জাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সকল