১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগায় অটোচালককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২

অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ এবং (ইনসেটে) নিহত অটোচালক মাসুদ রানা - ছবি : নয়া দিগন্ত

গাজীপুরে মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগার জেরে এক অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা করেছে ওই মোটরসাইকেলের দুই আরোহী। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মহানগরীর কোনাবাড়ি থানাধীন আমবাগ নছের মার্কেট মোড় এলাকার হাজী বিরিয়ানী রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।

সোমবার (১৫ এপ্রিল) গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপ-কমিশনার (অপরাধ, উত্তর) আবু তোরাব মো: শামসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের নাম মোহাম্মদ মাসুদ রানা (৩৫)। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার ১ নম্বর আলামপুর এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকার আজাহার আলীর ছেলে মোহাম্মদ আশিক বাবু (২৩) এবং একই এলাকার মাসুদ রান্নার ছেলে আরাফাত হোসেন (১৬)।

জিএমপি’র ওই কর্মকর্তা জানান, গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানাধীন আমবাগ বউবাজারের ভাড়া বাসায় থেকে এলাকায় অটোরিক্সা চালাতেন মাসুদ রানা। শনিবার বিকেল ৫টার দিকে কোনাবাড়ি থেকে অটোরিকশায় যাত্রী নিয়ে নছের মার্কেট এলাকায় যাচ্ছিলেন তিনি। পথে নছের মার্কেট মোড় এলাকার হাজী বিরিয়ানী রেস্টুরেন্টের সামনে পৌঁছলে পেছন থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে আটোরিকশাটির ধাক্কা লাগে। এনিয়ে আটোরিকশার চালক মাসুদ রানার সাথে ওই মোটরসাইকেলের আরোহীদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে অটো চালক মাসুদ রানাকে এলোপাতাড়ি মারধর করে পালিয়ে যায় মোটরসাইকেলের আরোহীরা। এলাকাবাসী গুরুতর আহত মাসুদ রানাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা বেগম থানায় মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার সাথে জড়িত আশিক বাবু ও আরাফাত হোসেন নামের দুই যুবককে রোববার রাতে মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে।

পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল