১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রেললাইনে পড়ে থাকা লাশের উপর দিয়েই চলল ট্রেন

লাশের উপর দিয়ে ট্রেন যাওয়া দেখছেন কয়েকজন - ছবি : সংগৃহীত

গাজীপুরে রেললাইনে পড়ে থাকা একটি লাশের উপর দিয়ে ট্রেন চলার দৃশ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভ প্রচারে দেখা যায়, রেলপথের মাঝ বরাবর একটি লাশ পড়ে রয়েছে। আর ওই লাশের ওপর দিয়েই স্বাভাবিক গতিতে তেলবাহী বিশাল লম্বা একটি ওয়াগন ট্রেন ছুটে চলছে। ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার বেশ পড়ে লাশটি উদ্ধার করে জিআরপি পুলিশ। এর আগে প্রায় ঘণ্টাখানেক লাশটি সেখানেই পড়ে ছিল।

জানা গেছে, নিহত ওই ব্যক্তির নাম শরিফুল ইসলাম (২৪)। তিনি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সাহাডুবি গ্রামের মিনাল হকের ছেলে। তিনি গাজীপুর নগরীর উত্তর ছায়াবিথীর জনৈক নিজামের বাড়িতে ভাড়া থাকতেন। পেশায় তিনি একজন শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানান, ঢাকা-উত্তরবঙ্গ রেলপথের গাজীপুর নগরীর বিলাসপুর এলাকায় তিতাস গ্যাস অফিসের উত্তর পাশে শনিবার বিকেল ৪টায় রেলপথের মাঝখানে স্লিপারের ওপর লম্বালম্বিভাবে একটি লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন দেন। এর প্রায় এক ঘণ্টা পর জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ততক্ষণে একটি তেলবাহী ওয়াগন লাশটির উপর দিয়েই চলে যায়। তবে এতে লাশটি স্থানচ্যুত হয়নি। এমনকি লাশটিতে ট্রেনের কোনো স্পর্শও লাগেনি।

এ ব্যাপারে জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো: হানিফ আলী বলেন, ঘটনাটি আমিও শুনেছি। তবে স্টেশনে ছিলাম না। ঘটনার সময় বাসায় ছিলাম। বিস্তারিত জিআরপি পুলিশ বলতে পারবে।


আরো সংবাদ



premium cement