১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজীপুরে মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগার জেরে অটোচালককে পিটিয়ে হত্যা

গাজীপুরে মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগার জেরে অটোচালককে পিটিয়ে হত্যা - ছবি : নয়া দিগন্ত

গাজীপুরে মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগার জেরে এক অটোচালককে পিটিয়ে হত্যা করেছে ওই মোটরসাইকেলের তিন আরোহী।

শনিবার বিকেলে মহানগরীর কোনাবাড়ি থানাধীন আমবাগ নছের মার্কেট মোড় এলাকার হাজী বিরিয়ানী রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মোহাম্মদ মাসুদ রানা (৩৫)। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার ১ নম্বর আলামপুর এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।

জিএমপি’র কোনাবাড়ি থানার ওসি কে এম আশরাফ উদ্দিন স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জানান, গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানাধীন আমবাগ বউবাজারের ভাড়া বাসায় থেকে এলাকায় অটোরিকশা চালাতেন মাসুদ রানা। শনিবার বিকেল ৫টার দিকে কোনাবাড়ি থেকে অটোরিকশায় যাত্রী নিয়ে নছের মার্কেট এলাকায় যাচ্ছিলেন তিনি। পথে নছের মার্কেট মোড় এলাকার হাজী বিরিয়ানী রেস্টুরেন্টের সামনে পৌঁছলে পেছন থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে আটোরিকশাটির ধাক্কা লাগে। এনিয়ে আটোরিকশার চালক মাসুদ রানার সাথে ওই মোটরসাইকেলের তিন আরোহীর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অটোচালক মাসুদ রানাকে এলোপাথাড়ি মারধর করে পালিয়ে যায় মোটরসাইকেলের আরোহীরা। এলাকাবাসী গুরুতর আহত মাসুদ রানাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করেছে। তাদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।


আরো সংবাদ



premium cement
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণে শীর্ষে ঢাকা ‘মধ্যপ্রাচ্যকে নিজেদের অনুকূলে ঢেলে সাজানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল’ কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামলো ৮ ডিগ্রিতে তালিবান মন্ত্রীর হত্যাকাণ্ডে আইএস-এর সম্প্রসারণ নিয়ে উদ্বেগ ভারতীয় সংবিধান লঙ্ঘন করে মোদী সরকার খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে : ড. মাসুদ যুক্তরাষ্ট্র-চীন বিজ্ঞান ও প্রযুক্তিগত সমন্বয় গড়তে সংশোধিত চুক্তিতে স্বাক্ষর করলো দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় : আসিফ নজরুল লেককে ভয়েস অব আমেরিকার পরিচালক করলেন ট্রাম্প এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার পাকিস্তানের

সকল