গাজীপুরে মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগার জেরে অটোচালককে পিটিয়ে হত্যা
- মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর থেকে
- ১৩ এপ্রিল ২০২৪, ২২:০৪
গাজীপুরে মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগার জেরে এক অটোচালককে পিটিয়ে হত্যা করেছে ওই মোটরসাইকেলের তিন আরোহী।
শনিবার বিকেলে মহানগরীর কোনাবাড়ি থানাধীন আমবাগ নছের মার্কেট মোড় এলাকার হাজী বিরিয়ানী রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মোহাম্মদ মাসুদ রানা (৩৫)। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার ১ নম্বর আলামপুর এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।
জিএমপি’র কোনাবাড়ি থানার ওসি কে এম আশরাফ উদ্দিন স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জানান, গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানাধীন আমবাগ বউবাজারের ভাড়া বাসায় থেকে এলাকায় অটোরিকশা চালাতেন মাসুদ রানা। শনিবার বিকেল ৫টার দিকে কোনাবাড়ি থেকে অটোরিকশায় যাত্রী নিয়ে নছের মার্কেট এলাকায় যাচ্ছিলেন তিনি। পথে নছের মার্কেট মোড় এলাকার হাজী বিরিয়ানী রেস্টুরেন্টের সামনে পৌঁছলে পেছন থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে আটোরিকশাটির ধাক্কা লাগে। এনিয়ে আটোরিকশার চালক মাসুদ রানার সাথে ওই মোটরসাইকেলের তিন আরোহীর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অটোচালক মাসুদ রানাকে এলোপাথাড়ি মারধর করে পালিয়ে যায় মোটরসাইকেলের আরোহীরা। এলাকাবাসী গুরুতর আহত মাসুদ রানাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করেছে। তাদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।