টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ এপ্রিল ২০২৪, ২১:৩২
টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক বন্ধু মারাত্মক আহত হয়েছেন।
শনিবার বিকেলে মধুপুর উপজেলার কাকরাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। একপর্যায়ে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কাকরাইদ এলাকায় বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী একটি প্রাইভেটকারের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন প্রাণ হারায়। আহত হন বাকি দুই বন্ধু।
ওসি আরো বলেন, তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। অপরজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা