মুন্সিগঞ্জে পদ্মায় নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার, সন্ধান মেলেনি একজনের ছেলের
- মুন্সীগঞ্জ প্রতিনিধি
- ১২ এপ্রিল ২০২৪, ২২:১৬, আপডেট: ১২ এপ্রিল ২০২৪, ২৩:০৯
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ তিনজনের মধ্যে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছে একজনের ছেলে।
আজ শুক্রবার বিকেল ৫টার দিকে বাবা-ছেলেসহ তিনজন পানিতে ডুবে নিখোঁজ হয়। প্রায় পৌনে চার ঘণ্টা পর ওই বাবাসহ দুজনের লাশ পাওয়া গেলেও এখনো নিখোঁজ রয়েছে ছেলে।
উপজেলার দীঘিরপাড় বাজারসংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলেন- ঢাকার মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড এলাকার হারুনুর রশিদ মোল্লার ছেলে রিয়াদ আহমেদ রাজু (৪৫) ও তার ভায়রা জুয়েল রানা (৪০)। নিখোঁজ রয়েছে রিয়াদ আহমেদের ছেলে রামিন আরিদ (১৬)।
রিয়াদ আহমেদ বাংলাদেশ রেলওয়েতে ও জুয়েল রানা একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, তারা ওই উপজেলার বেসনাল এলাকায় তাদের স্বজন আলম মোল্লার বাড়িতে বেড়াতে আসেন। পরে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ট্রলারে করে ৩০-৩৫ জন মিলে দীঘিরপাড় ইউনিয়নের ধানকোড়া এলাকায় পদ্মার শাখা নদীতে ঘুরতে বের হন। এ সময় তারা বেশ কয়েকজন ট্রলার থেকে লাফিয়ে গোসল করতে নামেন।
গোসল করার সময় রামিন নদীর স্রোতের গতীতে ভেসে যেতে থাকলে তার বাবা ও খালু তাকে উদ্ধার করতে গিয়ে তারাও তীব্র স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মুন্সীগঞ্জ সদর ও টঙ্গিবাড়ি উপজেলা ফায়ার সার্ভিসের টিম ও নৌপুলিশ। পরে ঢাকা থেকে ডুবুরিদল এসে উদ্ধার কাজে যোগ দেয়।
টঙ্গিবাড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ মোস্তফা কামাল সাংবাদিকদের জানান, সংবাদ পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে। ঢাকা থেকে প্রশিক্ষিত ডুবুরিদল ঘটনাস্থলে এসেছে তারাও নিখোঁজদের উদ্ধারে কাজ করছে। পরে দুজনের লাশ উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছে একজন।
মুন্সীগঞ্জ সদর থানার চর আব্দুল্লাহ নৌফাঁড়ির ইনচার্জ আবুল হাসনাত জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ উদ্ধার কাজ অব্যাহত রেখেছে।