পাকুন্দিয়ায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, আহত ১
- মুহিববুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)
- ১২ এপ্রিল ২০২৪, ২০:১৭
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন।
শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কের বরাটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়ীয়া গ্রামের শহিদুল্লার ছেলে সদ্য বিদেশফেরত নাঈম (২৮) এবং পাইক লক্ষীয়া গ্রামের আবুল কালামের ছেলে শরীফ (২২)। এছাড়া লিজা (২৩) নামের একজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নাঈম মারা যান। আর হাসপাতালে নেয়ার পথে মারা যান শরীফ। এছাড়া শরীফের বোন লিজা আহত হয়ে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু পিপিএম বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন মারা যাওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। আহত দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা