ধামরাইয়ে বিল থেকে নারীর লাশ উদ্ধার
- ধামরাই ঢাকা সংবাদদাতা
- ১২ এপ্রিল ২০২৪, ১৯:৫৭
ঢাকার ধামরাইয়ে বিল থেকে ভাসমান অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার পৌরসভার কুন্দি বিল থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ওই নারীর বয়স আনুমানিক ২৯ বছর। তার পরিচয় জানা যায়নি।
জানা গেছে, শুক্রবার ধামরাই পৌরসভার কুন্দি বিলে এক নারীর ভাসমান লাশ দেখতে পান এলাকাবাসী।
পরে তারা স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর আমিনুল হাসান গার্নেলকে বিষয়টি জানান। কাউন্সিলর ধামরাই থানার পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোমেনুল ইসলাম ও এসআই অসীম বিশ্বাস ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) অসীম বিশ্বাস বলেন, ওই নারীর অর্ধগলিত লাশ উদ্ধারের পর সুরতহাল করা পর জানা যাবে কিভাবে মৃত্যু হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা