১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিয়ের ৭ বছর পর একসাথে ৬ সন্তান জন্ম দিলেন গৃহবধূ

- প্রতীকী ছবি

বিয়ের সাত বছর পর একসাথে ছয় সন্তানের জন্ম দিলেন সুমনা (২২) নামে এক গৃহবধূ। তিনি টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার কালমেঘা সলঙ্গা গ্রামের আব্দুর রশিদের ছেলে সিঙ্গাপুর প্রবাসী ফরহাদ মিয়ার স্ত্রী।

সুমনার শাশুড়ি ফিরোজা জানান, বুধবার (১০ এপ্রিল) দিবাগত রাত আড়াইটা থেকে সুমনা পেটে তীব্র ব্যথা অনুভব করার পর রাত ৩টার সময় এক সন্তান প্রসব করে। এরপরও পেটের ব্যথা না কমলে তাকে সকাল সাড়ে ৮টার দিকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে ৯টায় আরো পাঁচ সন্তান জন্ম দেয়।

সুমনা জানান, সন্তানগুলোর মধ্যে চারজন ছেলে এবং দুইজন মেয়ে ছিল। জন্মের পরই সকলেই মারা যায়।

তিনি আরো জানান, স্বামী প্রবাসে থাকার কারণে বিয়ের সাত বছর তাদের কোনো সন্তান হচ্ছিল না। বিভিন্ন চিকিৎসার পর তার গর্ভে সন্তান আসে। আলট্রাসনোগ্রামে চার সন্তানের কথা জানা গিয়েছিল।

কুমুদিনী হাসপাতালের মেডিক্যাল অফিসার শতাব্দী সাহা জানান, জন্ম নেয়া ছয়টি শিশুই প্রিম্যাচিউরড (অসম্পূর্ণ) থাকায় জন্মের সময় সবাই মারা যায়।

তিনি আরো জানান, মাল্টিপল গর্ভধারণ (একাধিক সন্তান) হলে তাদের সন্তান বাঁচার সম্ভাবনা কম থাকে।


আরো সংবাদ



premium cement