১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

-

কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কটিয়াদীসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

তবে, তাৎক্ষনিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

এদিকে, আহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, টাঙ্গাইলের মধুপুর উপজেলার মাগন্তিনগর ইউনিয়নের কিশোর আকাশ (১২) ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার নারোঘাট ইউনিয়নের আনোয়ার (৪০)। বাকিদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

সূত্রে জানা গেছে, স্থানীয় ভৈরব টু কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের মধ্যপাড়া নামক স্থানে একটি বাস রাস্তায় নষ্ট হয়ে দাঁড়িয়ে ছিল৷ এ সময় পিছন থেকে দ্রুতগামী আনারস বোঝাই একটি পিক-আপ পেছন থেকে ধাক্কা দিলে পিক-আপের চালকসহ তিনজন আহত হয়। এছাড়া এ সময় রাস্তায় যানযটের সৃষ্টি হলে পেছন থেকে আরো একটি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই টমটমের চালক নিহত হয়। বাকি আরো দুজন আহত হয়।

কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়েছি। একজন নিহত ও কয়েকজন আহত হওয়ার খবরও পেয়েছি। তবে নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলমান রয়েছে।’


আরো সংবাদ



premium cement
বাংলাদেশে মুসলিম কৃষকের ধানে আগুনকে হিন্দুদের ওপর অত্যাচার বলে প্রচার শিক্ষানুরাগী এস এম খলিলুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ সিরিয়ার নতুন সরকারকে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র! ইতিহাসের প্রথম : ৪০০ বিলিয়ন ডলারের মালিক মাস্ক ২০৩৪ ফুটবল বিশ্বকাপ সৌদি আরবে সাড়ে ৩ ঘণ্টা পর সচল ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ভারতীয় মিডিয়াতে ইসকনের ওপর হামলার খবর ভুয়া : সিএ প্রেস উইং ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন মির্জা ফখরুল টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা ঢাকা সফর নিয়ে ভারতের এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে এমন দুর্নীতি তদন্তে অগ্রাধিকার পাবে

সকল