১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দৌলতদিয়ায় গাড়ি আছে যাত্রী নেই, ফেরি আছে গাড়ি নেই

লঞ্চে কিছু যাত্রী দেখা গেলেও বাসে ছিল একেবারেই কম - ছবি : নয়া দিগন্ত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়ায় ঈদের যাত্রী নিতে নিতে আসা প্রচুর লোকাল গাড়ি দাঁড়িয়ে আছে। কিন্তু সেই তুলনায় যাত্রীর চাপ নেই। অপরদিকে এ রুটে পর্যাপ্ত সংখ্যক ফেরি থাকলেও গাড়ির তেমন চাপ নাই। লঞ্চ পারাপারে কিছু যাত্রী থাকলেও ফেরি পারাপারে পরিবহন বাসের যাত্রী ছাড়া অন্য যাত্রী নেই বললেই চলে।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনাল, লঞ্চ ও ফেরিগুলো ঘুরে এমনই চিত্র দেখা যায়।

এ সময় বেশকিছু যাত্রীশূন্য লোকাল বাস সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

দৌলতদিয়ায় পুলিশ বক্সের সামনে ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা আ: খালেক জানান, ‘আসন্ন ঈদুল ফিতরে দৌলতদিয়া ঘাটে আসা যাত্রী বহনের জন্য আসা এসব মৌসুমি বাসকে যানজট নিয়ন্ত্রণে রাখতে আটকে রাখা হয়েছে। তাছাড়া সকালের দিকে ভালোই যাত্রীর ছিলো। এখন একেবারেই কম। হয়তো আবার রাতে আসতে পারে।’

সরেজমিন পরিদর্শনকালে টার্মিনালের সিরিয়ালে থাকা লোকাল বাসের চালক আ: রহিম, শফিকুল ও মোতালেবসহ অনেকেই জানান, ‘ঈদে ঘরে ফেরা যাত্রীর সংখ্যা কম থাকায় গাড়ি লোড হচ্ছে না। ফলে ছেড়ে যেতে পারছি না। সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা থেকে আসা যাত্রীর বেশ ভালোই চাপ ছিল। দুপুরের পর থেকে যাত্রী একেবারে কমে গেছে। তাছাড়া এবার ঈদে দক্ষিণবঙ্গের বেশির ভাগ যাত্রী পদ্মা সেতু হয়ে বাড়িতে ফিরছে বলেই এরুটে যাত্রীর চাপ এমনিতেই কমে গেছে।’

জানা যায়, এ রুটে ২৩টি লঞ্চ যাত্রী পারাপার করছে। লঞ্চ পারাপারে বেশকিছু যাত্রীও দেখা যায়। এ ছাড়া দৌলতদিয়া বাস টার্মিনালের পাশে দেড় শতাধিক মাহেন্দ্র, অটোরিকশা ও রিকশা যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মৌসুমি বাস কাউন্টারগুলো একেবারে ফাঁকা দেখা যায়।

এ বিষয়ে দৌলতদিয়া ঘাট বিআইডব্লিউটিসি ম্যানেজার সালাহউদ্দিন বলেন, এরুটে ১৭টি ফেরি সচল রয়েছে। তবে গাড়ির সংখ্যা কম। আজ সকালের দিকে ঢাকা থেকে আসা প্রচুর যাত্রী ছিল। কিন্তু বিকেলে যাত্রী নেই। ঢাকামুখি গাড়ি কম থাকায় ফেরি খালি যাচ্ছে।


আরো সংবাদ



premium cement
মহিষ চুরির সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা গদখালীতে শত কোটি টাকার ফুল বিক্রির আশা চাষিদের ‘এখন আমি কোথায় গিয়ে দাঁড়াবো?’ প্রশ্ন শহিদ সোহাগের স্ত্রীর ‘বুদ্ধিজীবী হত্যার রহস্য উদঘাটনে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে হবে’ ট্রাম্পের শপথের আগে কিয়েভে হামলা জোরদার মস্কোর মেহেরপুরে ২টি বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার শায়েস্তাগঞ্জে কনকনে ঠান্ডায় জবুথবু অবস্থা, শীতবস্ত্রের বিক্রি বেড়েছে ১ কেজি চিনির উৎপাদন ব্যয় ৫৪২ টাকা দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে : রিজভী নতুন সুযোগে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই : মির্জা ফখরুল ‘জাতিকে মেধাশূন্য করতেই ১৪ ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যাকাণ্ড’

সকল