১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যুব উন্নয়ন কর্মকর্তাকে গাছের সাথে বেঁধে নির্যাতন, গ্রেফতার ৬

- ছবি : নয়া দিগন্ত

ফরিদপুরে যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন প্রামাণিককে (৪৮) গাছের সাথে বেঁধে নির্যাতনের মামলায় ছয়জন আসামিক গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুরের কোর্ট চত্বরে উকিলবারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মাইনদ্দিন প্রামানিক (৫৫), আব্দুল লতিফ প্রামানিক (৪৫), আজিজুল প্রামানিক (২৫), মোরশেদ প্রামানিক (২২), আছমত মল্লিক (৬০), মানিক মল্লিক (৬৫) ও খোয়াজ শেখ (৫৫)। এদের প্রথম পাঁচজনের বাড়ি সদর উপজেলার চাঁদপুর পূর্ব মল্লিকপাড়া এবং খোয়াজ শেখের বাড়ি চাঁদপুর মৈজদ্দিন মাতুব্বর পাড়ায়।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আসামিদের গ্রেফতার করে আদালতে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে হোসেন প্রামাণিক মঙ্গলবার (২ এপ্রিল) কোতোয়ালি থানায় মামলা করেন।

জানা গেছে, বাবার রেখে যাওয়া ৪ একর ৩৬ শতাংশ ওয়াকফ সম্পত্তির রক্ষণাবেক্ষণ নিয়ে বিরোধের জের ধরে সোমবার (১ এপ্রিল) হোসেন প্রামাণিকের ওপর হামলা করে তারই আপন ভাই-ভাতিজারা। তাকে গাছের সাথে বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও প্লাস দিয়ে আঙুলে জখম করা হয়। এ খবর শুনে তার স্ত্রী ও মেয়ে তাকে বাঁচাতে এলে তাদেরকেও মারধর করা হয়। পরে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তার স্ত্রীর একটি পা ভেঙে গেছে।

এ ঘটনায় হোসেন প্রামাণিক কোতোয়ালি থানায় সাতজনকে আসামি করে মামলা করেন। মামলার প্রধান আসামি কাদের প্রামাণিক (৬০) পলাতক রয়েছে।

হোসেন প্রামাণিক জানান, ‘প্রায় এক বছর আগে ভাইয়েরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। ওই ঘটনায় একটি মামলা চলমান রয়েছে। এরপর গত ২০ মার্চ ও ২৭ মার্চ রাতে পরপর দু’বার তার বাড়িতে আগুন দেয়া হয়। তিনি থানায় একটি মামলা করেন। এরপর আবারো তারা তাকে গাছের সাথে বেঁধে আহত করে এবং স্ত্রী মেয়েকেও মারপিট করে।’


আরো সংবাদ



premium cement
হালাল পণ্যের বাজার প্রসারে বাংলাদেশের সাথে কাজ করবে মালয়েশিয়া শমী কায়সারের জামিন স্থগিত দেড় যুগ পর সিলেটে জামায়াতের কর্মী সম্মেলন কাল হালাল পণ্যের বাজার প্রসারে একসাথে কাজ করবে বাংলাদেশ ও মালয়েশিয়া ৫ বছর পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি জিতল জিম্বাবুয়ে জাহিদ-পলক-আজমসহ ৬ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলা দেশে এলো ইউক্রেন থেকে আমদানি করা গম চঞ্চলকে ‘গৃহবন্দী’ করার খবরে তোলপাড় ভারতে, অভিনেতা জানালেন ‘পুরোটাই মিথ্যা’ সাবেক ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ ১ দিনের রিমান্ডে নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি মুজিবর, সম্পাদক মফিজুর রহমান যশোরের শার্শায় ৩০০ বিঘা সরকারি জমি উদ্ধার

সকল