সহস্রাধিক দুঃখী মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি সবুজের
- ফরিদপুর প্রতিনিধি
- ০৮ এপ্রিল ২০২৪, ১২:১০
সহস্রাধিক গরিব-দুঃখীর সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিলেন ফরিদপুরের মাইশা ডেইরি ফার্মের সত্ত্বাধিকারী তরুণ উদ্যোক্তা রফিকুল ইসলাম সবুজ।
সোমবার সকালে তিনি সদর উপজেলার বিলমামুদপুরের হাজী মকদুম বেপারির ডাঙ্গিতে বাড়ির আশপাশে কয়েক গ্রামের দরিদ্র মানুষের মাঝে বিতরণ করেছেন বিভিন্ন খাদ্য সামগ্রীর বস্তাভর্তি উপহার।
এসব সামগ্রীর মধ্যে ছিল উন্নতমানের ৬ কেজি চাল, আধা লিটার তেল, আধা কেজি ডাল, ১ কেজি চিনি, এক প্যাকেট দুধ, এক প্যাকেট সেমাই।
মো: রফিকুল ইসলাম সবুজ হাজী মকদুম বেপারি ডাঙ্গী গ্রামের মরহুম হাজী ইউনুস আলী বেপারি ও শিরীন বেগমের ছেলে। তিনি ডেইরি ফার্মের পাশাপাশি রেষ্টুরেন্টের ব্যবসা করেন। তার ডেইরি ফার্মে দেশী-বিদেশী মিলিয়ে প্রায় শতাধিক গরুর সমাহার।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে রফিকুল ইসলাম সবুজ বলেন, ঈদের দিনে আমরা যারা সামর্থ্যবান রয়েছি তাদের বাড়িতে ভালো খাবার রান্না হবে, ছেলে-মেয়েরা নতুন জামাকাড় পড়বে। কিন্তু বাড়ির পাশেই গরিব মানুষগুলো হয়তো কষ্ট পাবে। একথা ভেবেই তাদের জন্য সামান্য এ চেষ্টা।’
সবুজ বলেন, ‘কোন রাজনৈতিক বা অন্য কোনো চিন্তা থেকে এ আয়োজন নয়। সকলের কাছে দোয়া চাই, এটুকুই প্রত্যাশা।’
উল্লেখ্য, এর আগে গত ১৮ রমজানের দিনে একসাথে প্রায় সহস্রাধিক দরিদ্রদের নিয়ে ইফতার আয়োজন করেন এই তরুণ উদ্যোক্তা। তরুণ এই উদ্যোক্তার এসব মহৎ কর্মকাণ্ডে উপকারভোগীরা খুব খুশি।