০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

গাজীপুরে চুরি হওয়া ৮ মাস বয়সী শিশুর হদিস মেলেনি ৩ দিনেও

গাজীপুরে চুরি হওয়া ৮ মাস বয়সী শিশুর হদিস মেলেনি ৩ দিনেও - ছবি : নয়া দিগন্ত

গাজীপুরে আট মাস বয়সী এক শিশু চুরি হওয়ার তিন দিনেও পর্যন্ত হদিস মেলেনি।

শনিবার (৬ এপ্রিল) পর্যন্ত ওই ঘটনার তিন দিন হয়। এর আগে বুধবার (৩ এপ্রিল) দুপুরে মহানগরের বাসন থানার নাওজোড় এলাকার ভাড়া বাসা থেকে চুরি হয় শিশুটি।

ওই শিশুসন্তানের নাম আব্দুল্লাহ নোমান। তার বাবা মোক্তার হোসেন ও মা মনিরা আক্তার রুমা। গাজীপুর মহানগরের বাসন থানার নাওজোড় এলাকার ফরিদ মিয়ার বাসায় স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থাকেন চাঁদপুর জেলার হাইমচর থানার কমলাপুর গ্রামের মোক্তার হোসেন (৪৪)।

পুলিশ ও শিশুটির স্বজনেরা জানান, স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন শিশুটির বাবা। বুধবার ওই শিশুসন্তান নোমান ও স্ত্রী মনিরাকে বাসায় রেখে কর্মস্থলে যান মোক্তার হোসেন। দুপুরে আব্দুল্লাহকে গোসল করানোর পর খাটের উপর শোয়ায়ে রেখে কাপড়-চোপড় ধোয়ার জন্য গোসল খানায় যান মনিরা আক্তার। কাপড় ধোয়া শেষে কিছু সময় পর ঘরে ফিরে শিশু সন্তান আব্দুল্লাহ্কে খাটের ওপর দেখতে না পেয়ে প্রতিবেশিদের কাছে খোঁজ করতে থাকেন।

খোঁজাখুজির একপর্যায়ে জানাগেছে, শিশু আব্দুল্লাহ্কে ঘর থেকে চুরি করে নিয়ে পালিয়েছে পাশের রুমের ভাড়াটিয়া আইরিন। এ ঘটনার মাসখানেক আগে মোক্তার হোসেনের পাশের একটি কক্ষ ভাড়া নেন আইরিন ও তার স্বামী।

জিএমপির বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক বলেন, এ ব্যাপারে আইরিনকে আসামি করে শিশুটির বাবা থানা মামলা করেছেন। ঘটনার পরপরই বাসন থানা পুলিশের একাধিক টিম শিশুটিকে উদ্ধারে কাজ করে চলেছে। তারা যেখানেই ক্লু পাচ্ছে, সেখানেই ছুটে যাচ্ছে। ইতোমধ্যে কয়েকটি জেলায় অভিযান চালানো হয়েছে। এখনো শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। শিশুটিকে সুস্থভাবে মায়ের কোলে ফিরিয়ে দিতে পুলিশ তৎপরতা অব্যহত রয়েছে।


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল