১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জবি ভিসির নামে ভুয়া ই-মেইল, থানায় জিডি

জবি ভিসির নামে ভুয়া ই-মেইল, থানায় জিডি - ছবি : নয়া দিগন্ত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভিসি অধ্যাপক ড. সাদেকা হালিমের নাম ব্যবহার করে ভুয়া ই-মেইল অ্যাকাউন্ট দিয়ে স্ক্যাম মেসেজ পাঠানোর অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শুক্রবার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিউটন হাওলাদার রাজধানীর কোতয়ালী থানায় এ জিডি করেন।

জিডিতে বলা হয়, অজ্ঞাতনামা বিবাদী-বিবাদীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সাদেকা হালিমের নামে একটি ফেইক ই-মেইল আইডি ব্যবহার করে-যা [email protected] প্রস্তুত করে বিভিন্ন ব্যক্তির কাছে স্ক্যাম ম্যাসেজ পাঠাচ্ছে। যার সাথে ভিসিসাদেকা হালিম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই। এতে ভিসিও বিশ্ববিদ্যালয়ের সম্মানহানি হচ্ছে।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সাদেকা হালিমের নাম ব্যবহার করে তিনটি ভুয়া ই-মেইল আইডি ব্যবহার করে বিভিন্ন স্ক্যাম ম্যাসেজ পাঠানোর অভিযোগ ওঠে। যার সাথে ভিসির কোনো সংশ্লিষ্টতা নেই উল্লেখ করে সকলকে সচেতন হতে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতর।


আরো সংবাদ



premium cement