০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

আড়াইহাজারে ১০ বছরের শিশুকে হত্যা

- ছবি : ফাইল

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাকিব সিকদার (১০) নামের শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাচঁরুখী এলাকা তার নানা বাড়ির পাশ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

সাবিক রুপগঞ্জের গোলাকান্দাইল এলাকার দিপু সিকদারের ছেলে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, ১৭ থেকে ১৮ দিন আগে শিশুটি তার মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে আসে। এর মধ্যে বৃহস্পতিবার সকালে তার মা তাকে বাজারে পাঠায়। এরপর থেকে আর বাড়ি ফিরেনি। এ দিকে, শুক্রবার সকাল ১১টার দিকে এলাকাবাসী তার নানাদের নতুন বাড়ির পাশে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ওসি আরো জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাছাড়াও তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এই ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।


আরো সংবাদ



premium cement