০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

টঙ্গীতে প্রিন্সিপাল মাওলানা নূরুল হুদার স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

টঙ্গীতে প্রিন্সিপাল মাওলানা নূরুল হুদা স্মরণে দোয়া ও ইফতার মাহফিল - ছবি : সংগৃহীত

টঙ্গীতে বরেণ্য শিক্ষাবিদ প্রিন্সিপাল মরহুম মাওলানা নুরুল হুদা ও তার সহধর্মিনী মোসাম্মৎ নুর খাতুনের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার আল-হেলাল স্কুল আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মরহুম মাওলানা  নুরুল হুদার সেজো ছেলে ও স্কুলের অধ্যক্ষ মুহাম্মদ হেদায়েত উল্লাহ।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মরহুমের বড় ছেলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এম. আবদুল্লাহ, গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী অঞ্চল (পশ্চিম) সভাপতি ও ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো: বিল্লাল হোসেন মোল্লা, সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, ৫৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব মো: হারুন অর রশিদ, গাজীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: শওকত আলী, গাজীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন টঙ্গী পশ্চিম থানার সাধারণ সম্পাদক মো: মজিবুর রহমান, মেরিট স্কুলের প্রতিষ্ঠাতা মো: রফিকুল ইসলাম, টঙ্গী সেন্ট্রাল ‘ল’ কলেজের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট আলমগীর হোসেন, টঙ্গী কমার্স কলেজের প্রতিষ্ঠাতা সরকার জাহিদুল ইসলাম টিপু, মরহুমের ছোট ছেলে অ্যাডভোকেট সানাউল্লাহ, মোজাহিদুল ইসলাম মসজিদের খতিব মাওলানা সোহাইল মাহমুদ, আল-হেলাল স্কুলের সম্মানিত উপদেষ্টা আমিরুল আহসান, উপাধ্যক্ষ মোজাম্মেল হক পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী জরিফ আহমেদ মন্টু, খোরশেদ আলম পাটোয়ারী, বুলবুল হাসান, কাজী আকমল হোসেনসহ প্রমুখ।

পবিত্র রমজানের তাৎপর্যের ওপর সংক্ষিপ্ত আলোচনা শেষে অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বায়তুল আকরাম জামে মসজিদের খতিব শায়খুল হাদীস মাওলানা ইউনুস শাহেদি।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


আরো সংবাদ



premium cement