১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সখীপুরে প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে মানববন্ধন

সখীপুরে প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে মানববন্ধন - ছবি : নয়া দিগন্ত

টাঙ্গাইলের সখীপুরের লাঙ্গুলিয়া উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের নামে অতিরিক্ত চাঁদা নেয়ার অভিযোগ তুলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামকে অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় লাঙ্গুলিয়া উচ্চবিদ্যালয়ের মাঠে বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক মানুষ, অভিভাবক এবং ওই বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এ মানববন্ধন করে।

মানববন্ধনে একাধিক শিক্ষার্থী তাদের বক্তব্যে বলেন, ২০২৪ শিক্ষা বর্ষের এসএসসি পরীক্ষার ফরম পূরণের নামে প্রধান শিক্ষক নুরুল ইসলাম প্রায় তিন গুণ টাকা আদায় করেছেন। আর্থিক দৈন্যতার কারণে দাবি করা টাকা দিতে কেউ অপারগতা প্রকাশ করলে তাকে পরীক্ষা দিতে দেয়া হবে না এমন হুমকি দেয়ার অভিযোগও করেন শিক্ষার্থীরা।

এছাড়াও ব্যবহারিক পরীক্ষার নামে জোরপূর্বক অতিরিক্ত অর্থ গ্রহণ, পরীক্ষার প্রবেশপত্রের নামে টাকা গ্রহণ, বাধ্যতামূলক কোচিং, বিদ্যালয়ে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগও আনা হয় ওই শিক্ষকের বিরুদ্ধে।

যদিও প্রধান শিক্ষক নুরুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে নয়া দিগন্তকে বলেন, আমি পরীক্ষার ফরম পূরণ বাবদ অতিরিক্ত টাকা নেইনি। তবে প্রত্যেক শিক্ষার কাছ থেকে ৪০-৫০ টাকা করে বেশি নিয়েছি। এ ছাড়াও ফরম পূরণ বাবদ টাকা ওঠানোর দায়িত্ব ছিল অন্য শিক্ষকদের। তারা যদি কারো থেকে অতিরিক্ত টাকা নিয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম সিকদার নয়া দিগন্তকে বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত টাকা ফেরত দেয়ার জন্য শিক্ষকদেরকে নির্দেশ দেয়া হয়েছে।

সখীপুর উপজেলা শিক্ষা অফিসার হারুনুর রশিদ মোবাইলফোনে নয়া দিগন্তকে বলেন, লাঙ্গুলিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামের বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement