ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৬
- ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
- ০৪ এপ্রিল ২০২৪, ১৬:৫৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসভার পূর্ব হাসামদিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে আসামিদেরকে ফরিদপুর আদালতে সোপর্দ করা হয়। এর আগে বুধবার দিবাগত রাতে হাসামদিয়া ভাঙ্গা রেল স্টেশন থেকে বগাইলগামী সার্ভিস রোডের উত্তর পাশে ব্রিজের নিচ থেকে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ছয়জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র চাইনিজ কুড়াল, রামদা ও ছুরি উদ্ধার করে পুলিশ।
গ্রেফতাররা হলেন ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া গ্রামের জসিম শেখ (৩০), হাজরাহাটি গ্রামের কালাচান (২১), পশ্চিম হাসামদিয়া গ্রামের সাকিব মিয়া (২২), আতাদী গ্রামের রুবেল (৩৫), গোপালগঞ্জের মুকসুদপুরের মামুন শেখ (৩০), গলসিটি ঝালুকাটির তরিকুল ইসলাম।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদের সাথে কথা হলে তিনি সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানার এসআই রাকিব ও এসআই পরিতোষের নেত্বত্বে পুলিশের একটি চৌকসদল উপজেলার পৌরসভার পুর্ব হাসামদিয়া ভাঙ্গা রেল স্টেশন হইতে বগাইল গামী সার্ভিস রোডের উত্তর পাশের ব্রিজের নিচ হতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ছয়জনকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারদের বিরুদ্ধে ভাঙ্গা থানার বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই এবং ডাকাতি করেণ বলে অনেক সংবাদ পাওয়া গেছে। এ ছাড়া ও তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা