১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজীপুরে ঝড়ে নির্মাণাধীন ৮ তলা ভবনের দেয়াল ভেঙে আহত ৩

গাজীপুরে ঝড়ে নির্মাণাধীন ৮ তলা ভবনের দেয়াল ভেঙে আহত ৩ - ছবি : নয়া দিগন্ত

গাজীপুর মহানগরের দক্ষিণ ছায়াবিথী মাধববাড়ি এলাকায় দমকা ঝড়ো হওয়ায় নির্মাণাধীন ভবনের অষ্টম তলার ওয়ালের অংশ বিশেষ ধ্বংস হয়েছে। এতে তিন আহত হয়েছে।

রোববার (৩১ মার্চ) সকালে বয়ে যাওয়া দমকা ঝড়ো হওয়ায় ওই দেয়াল ভেঙে নিচের টিনের চালের ওপর পড়ে।

এতে টিনের ঘরের ভেতর খাঁটে ঘুমিয়ে থাকা এক দম্পতি ও তাদের এক শিশু সন্তান আহত হয়েছেন। পরে তাদের স্বজনরা উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে স্থানীয় সিদ্দিকুর রহমানের স্ত্রী রত্না আক্তার (৩৪) ও ছোট ছেলে আব্দুর রহমান আউফ প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ছেড়ে দেয়া হয় এবং বাড়ির মালিক সিদ্দিকুর রহমানকে (৫০) উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে পাঠানো হয়।

আহত সিদ্দিুর রহমানের কলেজ পড়ুয়া বড় ছেলে রাইসুল ইসলাম জানান, সকাল সাড়ে ৬টার দিকে গাজীপুর শহর এলাকায় হঠাৎ দমকা হওয়া ও ঝড়-বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে পাশের নির্মাণাধীন সুলতান হাছিনা টাওয়ারের অষ্টম তলা ভবনের ওয়ালের কিছু অংশ ধসে নিচে তাদের বসতঘরের টিনের চালের ওপর পড়ে। এতে টিনের ঘরের চাল ছিদ্র হয়ে এবং এঙ্গেল ও ফ্যান ভেঙে গিয়ে ঘরে খাঁটের ওপর পড়ে। এ সময় খাটে থাকা সিদ্দিকুর রহমান এবং তার স্ত্রী ও ছোট ছেলে আহত হন।

পরে তাদের স্বজনরা উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে স্থানীয় সিদ্দিকুর রহমানের স্ত্রী রত্না আক্তার (৩৪) ও ছোট ছেলে আব্দুর রহমান আউফ প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ছেড়ে দেয়া হয় এবং বাড়ির মালিক সিদ্দিকুর রহমানকে (৫০) উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে পাঠানো হয়। এ সময় পাশে থাকা এক্সপোর্ট ভিলেজ মেন’স জোন নামের তৈরি পোশাক বিক্রির দোকানের ওপরও ইট পড়ে ও দোকালের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাইসুলের মা জানান, নির্মাণ কাজ চলাকালে তারা কোনো প্রেটেকশন দেয়নি। ওপর থেকে নিচে যাতে নির্মাণ সামগ্রী পড়ে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য বহুবার ভবন মালিককে নিচে প্রটেকশন দেয়ার অনুরোধ জানিয়েছে। কিন্তু তারা কোনো কর্ণপাত করেননি।

ভবনমালিক আবু সাদেক দোলনকে জিজ্ঞাসা করলে জানান, প্রটেকশন ছিল যা ঝড়ে দূরে নিয়ে গেছে। এটি একটি দুর্ঘটনামাত্র। আমি তাদের চিকিৎসা নিয়ে হাসপাতালে ব্যস্ত আছি। এ নিয়ে পরে কথা বলব বলে মোবাইল ফোনের লাইন কেটে দেন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের চিকিৎসক শামীমা আফরোজ জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাদের আঘাত মারাত্মক নয়। তবে সিদ্দিকুর রহমানকে তার স্বজনরা উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নিয়ে গেছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাফিউল করিম রাব্বী জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের আরো ৫০ কোটি মার্কিন ডলারের সহায়তা ঘোষণা র‌্যাংকিংয়ে উন্নতি সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের পাকিস্তান টেস্ট দলের কোচের দায়িত্ব ছাড়লেন গিলেস্পি চৌগাছায় গৃহবধূ রাবেয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার সিরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ৯০ শতাংশ ধ্বংস করার দাবি ইসরাইলের ইজতেমা ময়দানে সা’দপন্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা চেয়ে স্মারকলিপি প্রদান ‘শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন ক্যারিশম্যাটিক লিডার’ ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৪১ গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত শহীদ বুদ্ধিজীবীদের আদর্শের দেশ গড়তে পারলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে : রাষ্ট্রপতি বানিয়াচংয়ে ট্রাকচাপায় মোটরসাইকেলআরোহী নারী নিহত

সকল