১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সাধারণ সম্পাদককে নিয়ে খবরের ব্যাখ্যা দিলো গাজীপুর মহানগর বিএনপি

সাধারণ সম্পাদককে নিয়ে খবরের ব্যাখ্যা দিলো গাজীপুর মহানগর বিএনপি - ছবি : নয়া দিগন্ত

গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনিকে নিয়ে কয়েকটি পত্রিকায় প্রকাশিত খবরের ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলন করেছে মহানগর বিএনপি।

শনিবার (৩০ মার্চ) দুপুর আড়াইটায় নগরীর রাজবাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মীর হালিমুজ্জামান ননী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, একাধিক মামলা থাকায় এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে সাংগঠনিক কাজে লন্ডন সফর করায় রনি দলীয় কয়েকটি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। কিন্তু এসব অনুষ্ঠানের ব্যানারে রনির নাম থাকায় দু’টি পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ হয়।

এসব সংবাদে রনিকে উদ্দেশ্যমূলকভাবে সাংগঠনিক কর্মকাণ্ডে নিষ্ক্রিয় প্রমাণের চেষ্টা করা হয়েছে দাবি করে ননী বলেন, ‘অনুষ্ঠানের ব্যানারে নাম থাকলেই উপস্থিত হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তার এসব অনুপিস্থিতির কারণে সাংগঠনিক কর্মকাণ্ডে কোনো ব্যত্যয় ঘটেনি। বরং রনির নেতৃত্বেই আমরা ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা ড. সহিদউজ্জামান, আহমদ আলী রুশদি, জি এস সুরুজ আহমেদ, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, সরকার জাভেদ আহমেদ সুমন, মনিরুল ইসলাম বাবুল, মনির হোসেন শিকদার বকুল, ইদ্রিস আলী সরকার, তানভীর সিরাজ, আব্দুল খালেক আকন, মনিরুল ইসলাম, কামাল উদ্দিন, হারুনূর রশিদ, ভিপি আসাদুজ্জামান নূর, গাজী সালাহ উদ্দিন, সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরণ, মহানগর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা ও মহানগর কৃষকদলের সদস্য সচিব খান জাহিদ নিপু প্রমুখ।


আরো সংবাদ



premium cement