১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফতুল্লায় গৃহবধূ ও তরুণের আত্মহত্যা

ফতুল্লায় গৃহবধূ ও তরুণের আত্মহত্যা -

ফতুল্লায় এক গৃহবধূ ও এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দু’জনই আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

বুধবার সকালে নিহত দু’জনের লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতেরা হলেন- ফতুল্লা মডেল থানার পাগলা মুসলিম পাড়ার সালামের বাড়ির ভাড়াটিয়া মৃত সাত্তার মিয়ার ছেলে রাহাত (২২) ও একই থানার দাপা রেলস্টেশন এলাকার সামাদ হাজীর ভাড়াটিয়া আয়নালের স্ত্রী সোনিয়া (২৩)। নিহত রাহাত একজন ডাইং শ্রমিক।

পুলিশ জানায়, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সংবাদ পেয়ে পাগলা নয়ামাটি মুসলিম পাড়া এলাকার সামাদের বাড়ির ভেতর থেকে বাথরুমের ভ্যানটিলালেটারে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত রাহাতের লাশ উদ্ধার করে।

অপরদিকে সকাল ৯টার দিকে দাপা রেলস্টেশন এলাকার সামাদ হাজির ভাড়াটিয়া বাসা থেকে সোনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সোনিয়া তার স্বামীকে নিয়ে ওই বাসায় ভাড়ায় বসবাস করতেন। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্নহত্যা করেছেন বলে জানিয়েছেন নিহতের স্বামী।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম জানান, দুটি ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরো সংবাদ



premium cement

সকল