গাজীপুরে ট্রেনে কাটা পড়ে পথচারীর মৃত্যু
- গাজীপুর প্রতিনিধি
- ২৬ মার্চ ২০২৪, ২২:১১
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে কয়েক টুকরো হয়ে পথচারী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) মহানগরীর পূবাইল থানাধীন মাজুখান রেলক্রসিংয়ের পাশে ঢাকা-চট্রগ্রাম রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো: ফজল (৫৫)। তিনি ফরিদপুরের মাদারীপুর থানাধীন লক্ষীপুরা এলাকার মরহুম হাসান আলীর ছেলে।
রেলওয়ের টঙ্গী স্টেশন ফাঁড়ির এসআই ছোটন চাকমা ও স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরীর পুবাইলের করমতলা এলাকার মনোয়ার হোসেনের বাড়ির ভাড়াটিয়া মো: ফজল মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। মঙ্গলবার সকালে তিনি ঢাকা-চট্রগ্রাম রেললাইনের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় পুবাইলের মাজুখান রেলক্রসিংয়ের পাশে অজ্ঞাত ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।