সিদ্ধিরগঞ্জে টেনশন গ্রুপ ও ডেভিল এক্সো গ্রুপের ১৭ সদস্য গ্রেফতার
- নারায়ণগঞ্জ প্রতিনিধি
- ২৫ মার্চ ২০২৪, ১৬:২৯
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে টেনশন গ্রুপের ছয় সদস্য ও ডেভিল এক্সো গ্রুপের ১১ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২৫ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১-এর অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি মাদরাসা রোড কবরস্থান এলাকা থেকে টেনশন গ্রুপের ছয়জনকে গ্রেফতার করা হয়। এরা হলো- গ্রুপ লিডার মিজমিজি দক্ষিণ পাড়ার শফিকুল ইসলামের ছেলে রাইসুল ইসলাম সীমান্ত (২২), সিদ্ধিরগঞ্জ পুল এলাকার তাজুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৬), হিরাঝিল এলাকার আব্দুর রহমানের ছেলে হুমায়ুন হোসেন (২৪), মিজমিজি কান্দাপাড়া এলাকার আমিন উদ্দিনের ছেলে সাজ্জাদ হোসেন (২৬), বন্দরের লাঙ্গলবন্দরের খোকন শেখের ছেলে রাব্বি (২৫) ও হিরাঝিল আবাসিক এলাকার মনিরুল ইসলামের (জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক) ছেলে প্রিতম ওরফে রোবায়েতি ইসফাক (২৯)।
একইসাথে আরেক উঠতি বয়সী গ্যাং ডেভিল এক্সো গ্রুপের ১১ জনকেও গ্রেফতার করা হয়। এরা হলো- মিজমিজি এলাকার শফিকুল ইসলাম শফিকের ছেলে মো: সারিব (১৯), মিজমিজি পশ্চিমপাড়া এলাকার হারুনের ছেলে আশিক (১৯), পাগারমাথা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে নাঈম (১৯), মিজমিজি মাদরাসা রোড এলাকার আজাদ সিকদারের ছেলে তুহিন হোসেন (১৮), একই এলাকার খন্দকার মোহাম্মদ নুরুল্লাহের ছেলে রোসমান (১৯), একই এলাকার মো: বাক্কির ছেলে শাহাদৎ (১৯), মিজমিজি কান্দাপাড়ার তাজুল ইসলামের ছেলে সৌরভ (২০), সানারপাড় কান্দাপাড়ার নূর নবীর ছেলে মাহিন (২০), মিজমিজি দক্ষিণপাড়ার ইমান আলীর ছেলে তুষার (২০), মিজমিজি আমজাদ মার্কেটের নবীর হোসেনের ছেলে সৌরভ (১৯) ও মিজমিজি দক্ষিণপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে আরিফ (১৯)।
র্যাব জানায়, গ্রেফতারকৃত ‘টেনশন গ্রুপ’ ও ‘ডেভিল এক্সো গ্রুপ’-এর আসামিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে রাইসুল ইসলাম সীমান্ত ‘টেনশন গ্রুপ’-এর দলনেতা এবং মো: সারিব ‘ডেভিল এক্সো গ্রুপ’-এর দলনেতা। আসামিরা রাস্তায় চলাচলরত জনগণের মালামাল ছিনতাই, বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান, মালবাহী ও যাত্রীবাহী পরিবহনে নিয়মিতভাবে ছিনতাই ও চাঁদাবাজি করে থাকে। আসামিরা বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে শক্তির মহড়া বা দাপট প্রদর্শন করে জনমনে ভয়ভীতি বা ত্রাস সৃষ্টি করে। এলাকাবাসী তাদের হিংস্রতা, অত্যাচার ও নির্যাতনের ভয়ে প্রতিবাদ করতে সাহস পায় না।
এর মধ্যে টেনশন গ্রুপের দলনেতা রাইসুল ইসলাম সীমান্ত ও সদস্য মো: প্রিতম ওরফে রোবায়েতি ইসফাক এবং ডেভিল এক্সো গ্রুপের সদস্য মো: আশিক ও মো: নাঈমের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা চলমান রয়েছে।