গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৫
- গাজীপুর প্রতিনিধি
- ১০ ডিসেম্বর ২০২৩, ১৯:২৮
গাজীপুরে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী, অটোরিকশাচালক ও কলেজছাত্রসহ চারজন নিহত হয়েছে। উভয় ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।
রোববার (১০ ডিসেম্বর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায়, কাপাসিয়ায় কাভার্ডভ্যানের চাপায় এবং আগের রাতে টঙ্গী-ঘোড়াশাল সড়কের তালটিয়া এলাকার জামান ফিলিং স্টেশনের সামনে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের আবদুল কুদ্দুছের ছেলে আবু তাহের (৫৭), লক্ষীপুর সদর উপজেলার কল্যাণপুর গ্রামের আবদুল হাই পাটোয়ারীর ছেলে ইব্রাহীম (৫২), গাজীপুর মহানগরীর পূবাইলের খিলগাঁও (কলেজ গেইট) এলাকার সোহরাব মিয়ার ছেলে অটোরিকশা চালক উজ্জ্বল হোসেন (২৮) এবং নিহত সৌরভ দাস (২২) কাপাসিয়া সদর ইউনিয়নের বরুন গ্রামের রবিন্দ্র চন্দ্র দাসের ছেলে।
নিহতদের মধ্যে আবু তাহের ও ইব্রাহীম ঠিকাদার ব্যবসায়ী। আর সৌরভ দাস স্থানীয় খিরাটি বঙ্গতাজ ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।
নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহাদত হোসেন জানান, গাইবান্ধা এলাকার প্রকল্প কাজ পরিদর্শন শেষে একটি প্রাইভেট কারযোগে দুইজন সহকর্মীসহ ঠিকাদার ব্যবসায়ী ইব্রাহীম ও আবু তাহের ঢাকার মিরপুরে ফিরছিলেন। পথে রোববার ভোরে গাজীপুরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছলে ঘন কুয়াশার কারণে চালক বিভাজক দেখতে না পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় তাদের গাড়িটি সড়কের বাঁ পাশের বিভাজকের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে আরোহী দু’জন ঘটনাস্থলেই নিহত হন এবং অপর দুইজন আহত হন। এঘটনায় গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
অপরদিকে জিএমপি’র পূবাইল থানার এস আই সাহিদুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাতে লাবিবা পরিবহনের যাত্রীবাহী একটি বাস বেপরোয়া গতিতে নরসিংদী থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে টঙ্গী-ঘোড়াশাল সড়কে পূবাইলের তালটিয়া এলাকার জামান ফিলিং স্টেশনের সামনে অপ্রশস্থ অংশে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশার চালক নিহত হয়। এঘটনায় অটোরিকশারোহী আরো তিনজন সুমন হালদার, রাশেদ ও আবুল বাশার আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক অটোচালক উজ্জ্বলকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
কাপাসিয়ার ঘটনায় জানা যায়, কাপাসিয়া বাজারে প্রয়োজনীয় কেনাকাটা শেষে সকালে একটি অটোরিকশায় চড়ে বাড়ি ফিরছিলেন সৌরভ দাস। পথে কাপাসিয়া বাইপাস সড়কের কান্দানিয়া চৌরাস্তা এলাকায় পৌঁছলে নরসিংদীগামী সুতাভর্তি একটি কাভার্ডভ্যান অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশারোহী সৌরভ ছিটকে সড়কের উপর পড়ে একই কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। স্থানীয়রা কাভার্ডভ্যানসহ চালক আব্দুল বাছির (২৮) ও হেলপার আলমগীর হোসেনকে (২৬) আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার এবং চালক ও হেলপারসহ কাভার্ডভ্যানটি আটক করে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা