মুন্সীগঞ্জে মহাসড়কে আইল্যান্ডের সাথে বাসের ধাক্কা নিহত ২ আহত ৭
- মুন্সীগঞ্জ প্রতিনিধি ও শ্রীনগর সংবাদদাতা
- ১৭ নভেম্বর ২০২৩, ১১:০২
ঢাকা-মাওয়ার এক্সপ্রেসওয়ের (বঙ্গবন্ধু সড়কের) মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কেউটখালি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস আইল্যান্ডের সাথে ধাক্কা দিলে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো সাতজন আহত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, ঢাকামুখী লেনে দোলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা লাগলে ওই বাসে থাকা সাত আরোহী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করে। তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
আহতরা হলেন বরিশালের নাজিরপুর উপজেলার পুরুবি রায় (২৬), গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার জাহিদ হাসান (২৮) পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দ্বীপ হাওলাদার (২৪), পিরোজপুর জেলার একরাম (৩৩) ও রাখি (২৩)। বাকীদের নাম জানা যায়নি।
হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) কাঞ্চন বলেন, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকামুখী লেনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে দু’জন নিহত এবং সাতজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। বাসটিতে ১৫ থেকে ২০ জন যাত্রা ছিল। দুর্ঘটনার পর বাসটি রাস্তায় পরে থাকায় সার্ভিস লেন দিয়ে পরিবহন যাতায়াত করেছে।