বাজিতপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
- কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
- ২৯ অক্টোবর ২০২৩, ২১:২১
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর রেলস্টেশনে চলন্ত ট্রেনে কাটা পড়ে ফেকু রাজভন (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন গেন্দু রাজভন (৫৫) নামে অপর একজন। রোববার (২৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ও আহত দু’জনই সরারচর রেলওয়ে কলোনীর বাসিন্দা।
স্থানীয়রা জানান, সরারচর রেলস্টেশনের রেললাইন ধরে হাঁটছিলেন দুই ব্যক্তি। পেছন দিক থেকে ছুটে আসছিল ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্ধুর গোঁধুলী ট্রেন। ট্রেনটির চালক বিপদ বুঝতে পেরে অনেক দূর থেকে একটানা হুইসেল বাজিয়ে যাচ্ছিলেন। কিন্তু ট্রেন পরিচালকের সঙ্কেত ধ্বনি তাদের কানে পৌঁছায়নি। দূর থেকে হুইসেল বাজানো হলেও তাদের কান পর্যন্ত পৌঁছায়নি। ট্রেনটি দু’জনের কাছাকাছি চলে আসার পর হঠাৎ করেই তারা ট্রেনের নিচে পড়ে যান। আহত অবস্থায় এদের বাজিতপুর জহুরুল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এদের একজনকে মৃত ঘোষণা করেন। অন্যজনের অবস্থাও আশঙ্কাজনক। তার একটি পা ট্রেনের ধাক্কায় কেটে গেছে। তাকে ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।
সরাচর রেলস্টেশন মাস্টার রতিশ বিশ্বাস জানান, দাফতরিক কাজে ব্যস্ত থাকায় এ ব্যাপারে আমি কিছু বলতে পারছি না।
তবে স্থানীয় অপর এক ব্যক্তি জানান, নিহত এবং আহত দুই ব্যক্তি মদ্যপান অবস্থায় রেললাইনের ওপর দিয়ে হাঁটাহাঁটি করছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা